X
শনিবার, ২৭ এপ্রিল ২০২৪
১৪ বৈশাখ ১৪৩১

ফেরি থেকে নামতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে পড়লো কাভার্ডভ্যান

রাজবাড়ী প্রতিনিধি
১৪ মার্চ ২০২৪, ১৩:১৮আপডেট : ১৪ মার্চ ২০২৪, ২৩:০০

রাজবাড়ীর দৌলতদিয়া ঘাটে ফেরি থেকে নামার সময় নিয়ন্ত্রণ হারিয়ে প্রাণ কোম্পানির একটি কাভার্ডভ্যান পদ্মা নদীতে পড়ে যায়। এতে ওই কাভার্ডভ্যানের আহত চালক মো. শাহিন শেখকে (৩২) উদ্ধার করে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে ভর্তি করেছে ফায়ার সার্ভিসের একটি দল।

বৃহস্পতিবার (১৪ মার্চ) সকাল ১০টার দিকে খবরটি নিশ্চিত করেছেন বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাট  কার্যালয়ের ব্যবস্থাপক (বাণিজ্য) মো. সালাহ উদ্দিন। এদিন সকাল ৯টা ৪৫ মিনিটে দৌলতদিয়া ৭ নম্বর ফেরিঘাটে এ ঘটনা ঘটে।

আহত চালক মো. শাহিন শেখ কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার ছাতারপাড়া গ্রামের মহসীন শেখের ছেলে।

সরেজমিনে সকাল সাড়ে ১০টার দিকে দৌলতদিয়া ৭ নম্বর ফেরিঘাটে গিয়ে দেখা যায়, কাভার্ডভ্যানটি ফেরিঘাট থেকে প্রায় ২০০ গজ দূরে একটি বালুচরে আটকে আছে। এ সময় দৌলতদিয়া নৌপুলিশের একটি দল ভ্যানটিকে নদীর পাড়ে টেনে রেখেছেন।

এনায়েতপুরী ফেরি

ফেরিঘাটে থাকা স্থানীয় কয়েকজন বলেন, ‘ফেরি থেকে কাভার্ডভ্যানটি নেমে ওপরে উঠতে গিয়ে ব্রেক কাজ না করায় পেছনের দিকে গিয়ে পন্টুন থেকে সরাসরি নদীতে পড়ে যায়। এ সময় আমরা চালককে বারবার নামতে বললেও তিনি গাড়ির মধ্যেই বসে থাকেন। পরে কাভার্ডভ্যানটি অর্ধেক ডুবে গেলে চালক দ্রুত নেমে সাঁতরে তীরে উঠলে ফায়ার সার্ভিসের একটি দল তাকে উদ্ধার করে।’

দৌলতদিয়া নৌপুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) দায়িত্বে থাকা এসআই মো. ফরিদ উদ্দিন বলেন, ‘আমরা বিষয়টি শোনামাত্রই ঘাটে এসে ভ্যানটিকে পাড়ে টেনে রেখেছি। এ বিষয়ে আমরা বিআইডব্লিউটি-এর ঊর্ধ্বতন কর্মকর্তাদের অবগত করেছি।’

এ বিষয়ে বিআইডব্লিউটিসি দৌলতদিয়া  ঘাট কার্যালয়ের ব্যবস্থাপক (বাণিজ্য)  মো. সালাহ উদ্দিন বলেন, ‘সকাল ৯টা ৪৫ মিনিটে পাটুরিয়া ঘাট থেকে ছেড়ে আসা এনায়েতপুরী ফেরি থেকে প্রাণ কোম্পানির একটি কাভার্ডভ্যান ওপরে উঠতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে পদ্মা নদীতে পড়ে যায়। পরে চালককে গোয়ালন্দ ফায়ার সার্ভিসের একটি দল উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে নিয়ে যায়। তিনি বর্তমানে হাসপাতালে ভর্তি থেকে চিকিৎসা নিচ্ছেন। আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি অবগত করেছি এবং প্রাণ কোম্পানির কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করছি। এ ঘটনায় চালক বাদে কোন হতাহত নেই।’

/কেএইচটি/
সম্পর্কিত
ময়মনসিংহে বাস-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ, দম্পতি নিহত
বাগেরহাটে ট্রাকচাপায় দুই ভাইসহ ৩ ভ্যানযাত্রী নিহত
হামলার ঘটনায় মামলা করায় এবার বোমা হামলা, আহত ১৫
সর্বশেষ খবর
কেন ধর্ষণের মতো অপরাধে জড়াচ্ছে কিশোররা?
কেন ধর্ষণের মতো অপরাধে জড়াচ্ছে কিশোররা?
অটোরিকশার ধাক্কায় মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু
অটোরিকশার ধাক্কায় মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু
উন্নয়নের ভেলকিবাজিতে বাংলাদেশ এখন ডেথ ভ্যালি: রিজভী
উন্নয়নের ভেলকিবাজিতে বাংলাদেশ এখন ডেথ ভ্যালি: রিজভী
ময়মনসিংহে বাস-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ, দম্পতি নিহত
ময়মনসিংহে বাস-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ, দম্পতি নিহত
সর্বাধিক পঠিত
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
কুষ্টিয়ায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
কুষ্টিয়ায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
দক্ষিণে ‘ডায়াবেটিক ধানের’ প্রথম চাষেই বাম্পার ফলন, বীজ পাবেন কই?
দক্ষিণে ‘ডায়াবেটিক ধানের’ প্রথম চাষেই বাম্পার ফলন, বীজ পাবেন কই?
আজকের আবহাওয়া: দুই বিভাগ ছাড়া কোথাও বৃষ্টির আভাস নেই
আজকের আবহাওয়া: দুই বিভাগ ছাড়া কোথাও বৃষ্টির আভাস নেই