ধামরাইয়ে লরিচাপায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত

সাভারের ধামরাইয়ে লরিচাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে থানায় নিয়ে গেছে। রবিবার (১১ ফেব্রুয়ারি) দুপুর ২টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের বারবাড়িয়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- ধামরাইয়ের জয়পুরা এলাকার কালা মিয়ার ছেলে জানিব আলী (৫০) ও একই এলাকার ফালু মিয়ার ছেলে জিয়াউর রহমান। তারা মানিকগঞ্জের সাটুরিয়া এলাকার একটি গরুর হাট থেকে মোটরসাইকেলযোগে বাড়ি ফিরছিলেন। 

স্থানীয়রা ও হাইওয়ে পুলিশ জানায়, দুপুরে মানিকগঞ্জের একটি গরুর হাট থেকে মোটরসাইকেলযোগে তারা বাড়ির উদ্দেশে রওনা দেন। পরে ঢাকা-আরিচা মহাসড়কের বাথুলি বাস স্ট্যান্ড এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি লরি তাদের চাপা দিয়ে পালিয়ে যায়। এ সময় ঘটনাস্থলেই দুই মোটরসাইকেল আরোহী মারা যান। খবর পেয়ে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

নিহত জানিব আলীর শ্যালক নাজমুল বলেন, তারা বাড়ি থেকে সাটুরিয়ার হারগঞ্জ গরুর হাটে যাওয়ার কথা বলে বের হন। দুপুরের দিকে হাট থেকে বাড়ি ফেরার উদ্দেশে রওনা দেন। কিন্তু শেষ পর্যন্ত আর বাড়ি ফিরতে পারেননি। লরি চাপা দিয়ে তাদের মেরে ফেলেছে।

গোলড়া হাইওয়ে থানার এসআই শাহ আলম বলেন, পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে গেছে। এ ছাড়াও তাদের পরিবারের সদস্যদের বিষয়টি জানানো হয়েছে। চাপা দেওয়া লরি ও এর চালককে শনাক্তের চেষ্টা চলছে।