শিবচরে সিঁদুর তৈরির কারখানায় আগুন, ২২ লাখ টাকা ক্ষতি দাবি

মাদারীপুর জেলার শিবচরে সিঁদুর তৈরির একটি কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। কারখানাটি পুড়ে ২২ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করছে মালিকপক্ষ। অগ্নিকাণ্ডের ঘটনাটিকে নাশকতা বলে বলছেন ক্ষতিগ্রস্তরা।

এ ঘটনায় শিবচর থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। সোমবার (১২ ফেব্রুয়ারি) দিবাগত গভীর রাতে এ ঘটনা ঘটে।

অভিযোগে জানা যায়, শিবচর পৌরসভার চর শ্যামাইল কাজীর দোকান এলাকায় ব্যবসায়ী রবীন্দ্রনাথ মণ্ডল ‘রাজলক্ষী এম্পরিয়াম’ নামে একটি সিঁদুর তৈরির কারখানা স্থাপন করে দীর্ঘদিন ধরে ব্যবসা পরিচালনা করে আসছেন।

সোমবার গভীররাতে কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। অগ্নিকাণ্ডে কারখানাটি পুড়ে ২২ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়। খবর পেয়ে শিবচর ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় প্রায় দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

তবে কারখানা মালিক রবীন্দ্রনাথ মণ্ডলের দাবি কে বা কারা শত্রুতাবশত কারখানায় অগ্নিসংযোগ করে ক্ষতিসাধন করেছে। এ ব্যাপারে মঙ্গলবার তিনি শিবচর থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।

রবীন্দ্রনাথ মণ্ডল বলেন, ‘আমার কারখানায় আগুনের কোনও কাজ করা হয় না। দুটি বৈদ্যুতিক লাইট চালিয়ে কাজ করা হয়। সোমবার সন্ধ্যার সময়ও বৈদ্যুতিক সংযোগ বন্ধ করে আমরা চলে যাই। রাতে আগুনের ঘটনা ঘটে। এতে আমার ধারণা, কেউ ইচ্ছে করে শত্রুতাবশত অগ্নিসংযোগ করে আমার এত বড় ক্ষতিসাধন করেছে। আমার প্রায় ২২ লাখ টাকার ক্ষতি হয়েছে। আমি সুষ্ঠু তদন্তের মাধ্যমে এর বিচার চাই।’

শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুব্রত গোলদার বলেন, ‘খবর পেয়ে রাতেই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। অভিযোগ পেয়েছি। তদন্তের মাধ্যমে আইনি ব্যবস্থা নেওয়া হবে।’