ড. ইউনূসের বিরুদ্ধে গ্রামীণ ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের মানববন্ধন

নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূস বিরুদ্ধে গাজীপুরে মানববন্ধন করেছেন তারই প্রতিষ্ঠিত গ্রামীণ ব্যাংকের কর্মকর্তা, কর্মচারী, ভূমিহীন নারী ও পুরুষেরা। শনিবার (২৪ ফেব্রুয়ারি) বিকাল ৪টায় মহানগরীর বাড়িয়ালি এলাকার গ্রামীণ ব্যাংক গাজীপুর জোনাল অফিসের সামনে তারা এ মানববন্ধন করেন।

গ্রামীণ ব্যাংক গাজীপুর জোনাল অফিসের জোনাল ম্যানেজার ফারুক আহমেদ জানান, প্রফেসর ড. মুহাম্মদ ইউনূসের বিরুদ্ধে গ্রামীণ ভূমিহীন নারী ও পুরুষরা মানববন্ধন করেছেন। মানববন্ধনে তিনিসহ গাজীপুর জোনাল অফিসের প্রিন্সিপাল অফিসার কামাল পাশা , গ্রামীণ ব্যাংক গাজীপুর এরিয়ার ব্যবস্থাপক (ম্যানেজার) সঞ্জয় কুমার দাস, গ্রামীণ ব্যাংক বাসন থানা শাখার ব্যবস্থাপক (ম্যানেজার) রিপন মিয়া, গ্রামীণ ব্যাংক গাজীপুর জোনাল অফিসের কর্মকর্তা, কর্মচারী ও গ্রাহকেরা উপস্থিত ছিলেন।

মানববন্ধনে উপস্থিত ব্যক্তিদের হাতে ড. মুহাম্মদ ইউনূসকে দেশদ্রোহী ও প্রতারক উল্লেখ করে ‘গরিবের রক্তচোষা ড. ইউনূসের বিচার চাই’, ‘প্রতারক ইউনূসের বিচার চাই’সহ বিভিন্ন লেখা সম্বলিত ফেস্টুন দেখা গেছে।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) বাসন থানার ওসি আবু সিদ্দিক বলেন, এ বিষয়ে আমি কিছু জানি না। খোঁজ নিচ্ছি।