ইয়াবার পোটলা বানিয়ে গিলে খেয়ে কক্সবাজার থেকে টঙ্গীতে নিয়ে আসেন রোহিঙ্গা যুবক

গাজীপুরে পাঁচ হাজার পিস ইয়াবাসহ ফয়জুল ইসলাম (৩৩) নামক এক রোহিঙ্গা যুবককে গ্রেফতার করেছে পুলিশ। এর মধ্যে তার পেটে ছিল ৩৮ পোটলা (প্রতি পোটলায় ৬০ পিস) ২২৮০টি ইয়াবা।

শনিবার (২৪ ফেব্রুয়ারি) সন্ধ্যায় গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার মুহাম্মদ কামাল হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে শুক্রবার দুপরে গাছা থানাধীন শরিফপুর (সোন্ডা) রড মিল এলাকার একটি বাসা থেকে তাকে গ্রেফতার করে।

গ্রেফতার ফয়জুল ইসলাম কক্সবাজার জলোর উখিয়া উপজেলার টেলিভিশন টাওয়ার সংলগ্ন এলাকার মৃত নাজির হোসেনের ছেলে।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার শাহাদত হোসেন সুমা জানান, শুক্রবার মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে গাছা থানাধীন শরিফপুর (সোন্ডা) রড মিল এলাকায় পলাতক আসামি নাজমুল মৃধার (৩৪) বাসায় মাদকদ্রব্য উদ্ধারে অভিযান চালায়। এ সময় তার বাসা থেকে ওই রোহিঙ্গা যুবককে পুলিশ গ্রেফতার করে।

তিনি জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতার রোহিঙ্গা স্বীকার করেন তিনি কক্সবাজার থেকে দীর্ঘদিন ধরে টঙ্গীতে ইয়াবা ট্যাবলেট নিয়ে আসছেন। তিনি মূলত ৬০ পিস করে ইয়াবার ছোট ছোট পোটলা করে গিলে খেয়ে পেটে বহন করে নিয়ে আসে। পরে শৌচাগারে গিয়ে ইয়াবার পোটলা বের করেন। সে ৩৮ পোটলা ইয়াবা তার পেটে বহন করে নিয়ে এসেছিল বলে জিজ্ঞাসাবাদে জানান। ফয়জুল একটি সংঘবদ্ধ চক্রের পেশাদার মাদক (ইয়াবা) পরিবহনকারী ও ব্যবসায়ী। তার বিরুদ্ধে গাছা থানায় নিয়মিত মামলা করা হয়েছে।