কালীগঞ্জে বিভিন্ন ডায়াগনস্টিক সেন্টারে অভিযান, পৌনে ৮ লাখ টাকা জরিমানা

গাজীপুরের কালীগঞ্জে ‘অস্বাস্থ্যকর পরিবেশ, মেয়াদোত্তীর্ণ রেজিস্ট্রেশন, ডাক্তারের নামের শেষে প্রতারণামূলক পদবি ব্যবহার’সহ বিভিন্ন অপরাধের দায়ে পাঁচটি ডায়াগনস্টিক সেন্টার ও একটি চিকিৎসালয়কে ৭ লাখ ৭০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

রবিবার (৩ মার্চ) রাত সাড়ে ৮টায় র‌্যাব-১ এর সহকারী পুলিশ সুপার (এএসপি) মাহফুজুর রহমান এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান, এদিন বেলা ১১টা থেকে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত কালীগঞ্জ উপজেলার উলুখোলা বাজার, পেট্টোবাংলা রোড, শহীদ ময়েজ উদ্দিন রোডসহ এলাকার বিভিন্ন ডায়াগনস্টিক সেন্টারে অভিযান চালান র‌্যাবের ভ্রাম্যমাণ আদালতের বিচারক নির্বাহী ম্যাজিস্ট্রেট আবু হাসান।

এসময় বালিগাঁও পূর্বাচল ডায়াগনস্টিক সেন্টারের স্বত্বাধিকারী সাবিকুর নাহারকে ২ লাখ টাকা, উলুখোলা মডার্ন ডায়াগনস্টিক অ্যান্ড কনসালটেশন সেন্টারের স্বত্বাধিকারী শুভৎকর চন্দ্র দাসকে ১ লাখ ৫০ হাজার টাকা, নুরজাহান হাড়ভাঙ্গা চিকিৎসালয়ের স্বত্বাধিকারী সেলিম জাহানকে ১ লাখ টাকা, কালীগঞ্জ নিউ আধুনিক হাসপাতালের স্বত্বাধিকারী আশরাফুল আলমকে ২ লাখ ৫০ হাজার টাকা, বিসমিল্লাহ ডায়াগনস্টিক অ্যান্ড ট্রমা জেনারেল হাসপাতালের স্বত্বাধিকারী বাবলু কাজীকে ৫০ হাজার টাকা এবং শাপলা ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টারের স্বত্বাধিকারী মাহাবুবুর রহমানকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযানে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. এস এম মনজুর এ এলাহী উপস্থিত ছিলেন।

র‌্যাবের ওই কর্মকর্তা আরও জানান, সম্প্রতি দেশের বিভিন্ন স্থানে ক্লিনিকে অপচিকিৎসার ফলে বেশ কয়েকজন রোগীর মৃত্যু, অসাধু ব্যক্তিদের সমন্বয়ে বিভিন্ন ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারগুলোতে চিকিৎসার নামে প্রতারণা, মেয়াদোত্তীর্ণ রেজিস্ট্রেশন ব্যবহার করে ব্যবসা পরিচালনা করে অসুস্থ মানুষকে প্রতারিত করে ডাক্তারের নামের শেষে মিথ্যা পদবি ব্যবহার করে আসছে। এসব প্রতারণারোধ মানুষের উন্নত চিকিৎসা সেবা নিশ্চিতে র‌্যাব এ অভিযান পরিচালনা করেছে। তাদের এ অভিযান অব্যাহত থাকবে।

জরিমানায় আদায়কৃত টাকা সরকারি কোষাগারে জমা দেয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান এই র‌্যাব কর্মকর্তা।