মেম্বার পদে উপনির্বাচনে ফল ঘোষণার পর সংঘর্ষ, গুলিতে যুবক নিহত

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে পিরোজপুর ইউনিয়ন পরিষদের একটি ওয়ার্ডে উপ- নির্বাচনে দুই পক্ষের সংঘর্ষে গোলাগুলির ঘটনায় হৃদয় ভূঁইয়া (২৫) নামে এক যুবক নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন তার সহযোগী ফারুক। শনিবার (৯ মার্চ) সন্ধ্যা ৭টার দিকে ইউনিয়নের দুধঘাটা এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত হৃদয় পিরোজপুর ইউনিয়নের দুধঘাটা গ্রামের আমিন হোসেন ভূঁইয়ার ছেলে। আহত ফারুক একই এলাকার মৃত কামাল হোসেনের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, প্রায় এক বছর আগে পিরোজপুর ইউনিয়ন পরিষদের ৩নং ওয়ার্ডের মেম্বার মুজিবুর রহমান মারা যান। এ কারণে শনিবার সকাল থেকে ওই মেম্বার পদে দুধঘাটা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে উপনির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে মোরগ প্রতীকে আব্দুল আজিজ সরকার ও তালা প্রতীকে কায়সার আহমেদ রাজু প্রতিদ্বন্দ্বিতা করেন। আজিজ সরকার ৯২৯ ও কায়সার আহমেদ রাজু ৮১১ ভোট পেয়েছেন। এ সময় পরাজিত প্রার্থী কায়সার আহমেদ রাজু ও তার সমর্থকেরা ফল না মেনে আবার গণনা করতে বলেন।

একপর্যায়ে তারা উত্তেজিত হয়ে পড়েন। এতে দুই পক্ষের মধ্যে হাতাহাতির ঘটনা ও সংঘর্ষ শুরু হয়। পুলিশ বাধা দিলে তাদের ওপর অতর্কিত হামলা চালায় দুই পক্ষের লোকজন। এ সময় পুলিশের কয়েকজন সদস্য আহত হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কর্তব্যরত পুলিশ গুলি ছোড়েন। এতে তালা প্রতীকের দুই সমর্থক হৃদয় ও ফারুক গুলিবিদ্ধ হন। পরে তাদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে হৃদয় পথিমধ্যে মারা যান। ফারুককে গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়।

পরাজিত প্রার্থী কায়সার আহমেদ রাজু জানান, নির্বাচনের ফলের আগে আমার স্বাক্ষর নেয়া হয়। পরে মোরগ মার্কার প্রার্থীকে জয়ী ঘোষণা করা হয়। আমার সমর্থকরা তা মেনে নিতে পারেনি এবং তারা উত্তেজিত হয়ে পড়ে। দুই পক্ষের মধ্যে হাতাহাতি ও সংঘর্ষের ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ গুলি ছোড়ে। গুলিতে হৃদয় নামে আমার এক সমর্থক নিহত এবং ফারুক নামের আরেকজন আহত হয়।

এ বিষয়ে মোরগ প্রতীকের প্রার্থী আজিজ সরকার বলেন, ভোট গণনা শেষে আমাকে জয়ী ঘোষণা করা হলে আমি বাড়ি চলে আসি। পরে পুলিশের সঙ্গে তারা কীভাবে সংঘর্ষে জড়িয়েছে তা জানা নেই।

সোনারগাঁ থানার এসআই পঙ্কজ সরকার জানান, নির্বাচনের ভোট গণনা শেষে ফলাফল ঘোষণার সময় দুই পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ রাবার বুলেট ছুঁড়েছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে।

বিষয়টি নিশ্চিত করে সোনারগাঁ থানার ওসি এস এম কামরুজ্জামান বলেন, পিরোজপুরে ফল ঘোষণার পরে বিজয়ী ও পরাজিত প্রার্থীর মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে হৃদয় নামে এক যুবক নিহত হয়।