৩ তরমুজ ব্যবসায়ীকে জরিমানা

মাদারীপুরের শিবচরে একটি ভেজাল গুড়ের কারখানাসহ তিনটি তরমুজের দোকানে অভিযান চালিয়েছে ভোক্তা অধিকার ও সংরক্ষণ অধিদফতর। মঙ্গলবার (১৯ মার্চ) দুপুর থেকে বিকাল পর্যন্ত উপজেলার কাঁঠালবাড়ি ইউনিয়নের দোতারা গ্রামে মো. ফজলু খানের বাড়িতে ও পাঁচ্চর বাজারের তিনটি তরমুজের দোকানে এ অভিযান চালানো হয়।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের সহকারী পরিচালক জান্নাতুল ফেরদাউসের নেতৃত্বে অভিযান চালানো হয়।

অধিদফতর সূত্রে জানা গেছে, দোতারা এলাকায় চিনি ও বিভিন্ন রাসায়নিক পদার্থ মিশ্রণে ফজলু খানের বাড়িতে গুঁড় তৈরি করার অভিযোগে তাকে ২০ হাজার টাকা ও পাঁচ্চর বাজারের তিনটি তরমুজের দোকানে মূল্য তালিকা না টানানোর অভিযোগে তরমুজ ব্যবসায়ী ইউনুস বেপারীকে দুই হাজার, ব্যবসায়ী কামাল হাওলাদারকে দুই হাজার ও ব্যবসায়ী আলম ফরাজিকে তিন হাজার টাকা করে মোট ২৭ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

এ সময় মাদারীপুর জেলার নিরাপদ খাদ্য কর্মকর্তা রফিকুল ইসলাম, শিবচর উপজেলা সেনেটারি ইন্সপেক্টর মো. ফজলুল হক ও শিবচর থানা পুলিশের টিম উপস্থিত ছিলেন।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক জান্নাতুল ফেরদাউস জানান, জনস্বার্থে নিয়মিত অভিযান চলবে।