বিদেশ থেকে আনা উপহারসামগ্রী পৌঁছে দিতে গিয়ে অপহরণের শিকার প্রবাসী

মুক্তিপণের দাবিতে গাজীপুর থেকে অপহৃত এক প্রবাসীকে শিকলে বাঁধা অবস্থায় নরসিংদী হতে উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত অপহরণকারী এক নারীকে তার দুই ভাইসহ গ্রেফতার করা হয়েছে। বুধবার (২০ মার্চ) দুপুরে গাজীপুরের কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাতাব উদ্দিন সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন।

গ্রেফতাররা হলেন নরসিংদীর শিবপুর থানার হামুরদিয়া গ্রামের তোফাজ্জল হোসেনের তিন সন্তান দুলাল মিয়া (৩০), নাসির উদ্দিন (২৭) ও রাবেয়া (২১)।

ওসি মাহাতাব উদ্দিন জানান, টাঙ্গাইলের নাগরপুর থানার মোকনা (গুহুলী) গ্রামের আমিনুর রহমানের ছেলে লাবু মিয়া (৩৫) দীর্ঘদিন ধরে ইরাকে চাকরি করেন। রবিবার (১৭ মার্চ) তিনি কর্মস্থল থেকে ছুটি নিয়ে ইরাক থেকে বাংলাদেশে আসেন। আসার সময় তার সহকর্মী হাসান মিয়া কিছু উপহারসামগ্রী গাজীপুরের কালীগঞ্জ এলাকায় রাবেয়ার কাছে পৌঁছে দেওয়ার জন্য বলেন। ওই উপহারসামগ্রী পৌঁছে দেওয়ার জন্য লাবু মিয়া দুপুরে বিমানবন্দর থেকে সরাসরি কালীগঞ্জের আরআরএন পাইলট স্কুল মাঠে আসেন। তিনি সেখানে পৌঁছার কিছু সময় পর ৭-৮ জন সহযোগীকে নিয়ে রাবেয়া একটি মাইক্রোবাসযোগে সেখানে আসেন। তারা লাবু মিয়াকে জোরপূর্বক ওই মাইক্রোবাসে মালামালসহ উঠিয়ে অপহরণ করে অজ্ঞাত স্থানে নিয়ে যায়। পরে অপহরণকারীরা লাবু মিয়ার বাবার কাছে ১০ লাখ টাকা মুক্তিপণ দাবি করে হুমকি দেয়।

তিনি আরও জানান, অপহরণের এ ঘটনায় অপহৃতের ভাই বাদী হয়ে থানায় মামলা করেন। এর পরিপ্রেক্ষিতে পুলিশ গোপন তথ্য ও আধুনিক প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে অপহরণের ২৪ ঘণ্টার মধ্যে সোমবার (১৮ মার্চ) দিবাগত রাতে নরসিংদীর শিবপুর উপজেলার হামুরদিয়া গ্রামে অভিযান চালিয়ে শিকলে বাঁধা অবস্থায় প্রবাসী লাবু মিয়াকে উদ্ধার করে। এ সময় অপহরণকারী চক্রের ওই তিন ভাইবোনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের কাছ থেকে লাবু মিয়ার লুণ্ঠিত কিছু মালামাল জব্দ করা হয়। এ ব্যাপারে আইনি ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।