ওরসে ঝগড়া, সেই শত্রুতায় ছুরিকাঘাতে যুবককে হত্যা

শত্রুতার জেরে মানিকগঞ্জের হরিরামপুরের ছুরিকাঘাত করে এক যুবককে হত্যার অভিযোগ উঠেছে। বুধবার (২৫ এপ্রিল) দুপুরে নাওডুবি এলাকায় এই ঘটনা ঘটে। নিহত হাবিনুর রহমান (২২) বাল্লা ইউনিয়নের মাচাইন গ্রামের টুলুর ছেলে।

স্থানীয়রা জানান, কয়েক মাস আগে মাচাইন মাজারের ওরসে হাবিনুরের সঙ্গে বাস্তা ও নাওডুবি গ্রামের কয়েকজন কিশোর ও যুবকের বাগবিতণ্ডা হয়। সেই শত্রুতার জেরে বুধবার দুপুরে নাওডুবি এলাকায় হাবিনুরকে বাস্তা ও নাওডুবি গ্রামের কয়েকজন মারধর ও ছুরিকাঘাত করে। পরে তাকে স্থানীয়রা উদ্ধার করে শিবালয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

বাল্লা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বাচ্চু মিয়া জানান, শত্রুতার জেরে দুপুরে বাস্তা নাওডুবি এলাকায় একজনকে মেরে ফেলার ঘটনা স্থানীয়দের কাছ থেকে জেনেছেন।

স্থানীয়দের বরাতে হরিরামপুর থানার ওসি শাহ নুর এ আলম জানান, মাচাইন মাজারে ওরসের সময় হাবিনুরের সঙ্গে কয়েকজনের সাথে ঝগড়া হয়েছিল। সেই ঝগড়া থেকে হামলা ও মারধরের ঘটনা ঘটে। হামলা ও মারধরে গুরুতর আহতকে শিবালয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করে। এ ঘটনায় এখনও মামলা হয়নি। মামলা হলে আসামিদের গ্রেফতার করা হবে।