বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক বাণিজ্যমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, ‘শেখ হাসিনার মতো নির্বাহী আদেশে তারেক রহমানের মামলা বাতিল করার পক্ষে বিএনপি নয়। আইনি প্রক্রিয়ায় মামলার সমাপ্তি ঘটিয়ে দেশে ফিরে আসবেন তিনি। যত দ্রুত সম্ভব সেই চেষ্টা করা হচ্ছে।’
শনিবার (১২ অক্টোবর) সন্ধ্যায় টাঙ্গাইলের মির্জাপুরে দানবীর রণদা প্রসাদ সাহার বাড়ির পূজামণ্ডপ পরিদর্শনে এসে স্থানীয় সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।
আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, ‘যৌক্তিক সময়ের মধ্যে নির্বাচন অনুষ্ঠিত হবে। অন্তর্বর্তীকালীন সরকার সবার ঐক্যমতের ভিত্তিতে হয়েছে। এখানে কারও কোনও দ্বিমত নেই। যেখানে মৌলিক সংস্কারের বিষয়ে ঐক্যমত হয়েছে, তা আমরা দ্রুত করতে পারি। নির্বাচনি সংস্কার ও নির্বাচনি প্রক্রিয়ায় যতো তাড়াতাড়ি সম্ভব শেষ করে জাতিকে গণতন্ত্রের পথে নিয়ে যেতে হবে। জনগণের মালিকানা জনগণকে ফিরিয়ে দিতে হবে। সবার অংশীদারিত্বমূলক, জবাবদিহিমূলক অবাধ, সুষ্ঠু ও নিরেপক্ষে নির্বাচন অনুষ্ঠিত হতে হবে।’
তিনি বলেন, ‘বাজার পরিস্থিতি অস্বাভাবিক হওয়ায় মানুষের ক্রয়ক্ষমতা কমে গেছে। বহু মানুষ দারিদ্র্যসীমার নিচে চলে গেছে। জীবনযাত্রার মান কমে গেছে এবং এটা অব্যাহত আছে। এখানে পরিবর্তন আনতে হবে। সবাই মিলে কাজ করতে হবে। সবার সহযোগিতায় দেশকে এগিয়ে নিতে হবে। গত ১৫-১৬ বছর দেশে গণতন্ত্র না থাকায় এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে।’
এ সময় আমির খসরুর সঙ্গে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির শিশুবিষয়ক সম্পাদক সাবেক সংসদ সদস্য আবুল কালাম আজাদ সিদ্দিকী, সহসাংস্কৃতিক বিষয়ক সম্পাদক সাঈদুর রহমান, টাঙ্গাইল জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামিল, সাধারণ সম্পাদক ফরহাদ ইকবাল ও মির্জাপুর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি আবদুর রউফ প্রমুখ।