সড়কে পোশাকশ্রমিক নিহতের ঘটনায় ট্রাকে আগুন দিলো জনতা

গাজীপুরের কালিয়াকৈরে মাটিবোঝাই ট্রাকচাপায় শেফালী খাতুন (২১) নামে এক পোশাকশ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় স্থানীয় উত্তেজিত জনতা ওই ট্রাকে আগুন ধরিয়ে দেন। বুধবার (১৮ ডিসেম্বর) রাত সাড়ে ৯টায় উপজেলার আকুলীয়াচালা এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত শেফালী উপজেলার পূর্ব চাঁনপুর এলাকার নাহীদ দেওয়ানের স্ত্রী ও স্থানীয় এসেনসিলা পোশাক কারখানার শ্রমিক।

কালিয়াকৈর থানার ওসি রিয়াদ মাহমুদ প্রত্যক্ষদর্শীদের বরাতে জানান, কারখানা ছুটি হলে শেফালী রাত সোয়া ৯টায় চাচার মোটরসাইকেলে করে বাসায় ফিরছিলেন। পরে মাটিবোঝাই ট্রাক তাদের মোটরসাইকেলকে পেছন থেকে চাপা দিলে ছিটকে পড়ে ওই ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান।

তিনি আরও জানান, স্থানীয়রা মোটরসাইকেল চালক শেফালীর চাচা সাব্বির মন্ডলকে আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে পাঠান। একপর্যায়ে স্থানীয় উত্তেজিত জনতা ট্রাকে আগুন ধরিয়ে দেন। এ সময় চালক পালিয়ে যান। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজে পাঠায়।