গাজীপুরে ট্রাকের সঙ্গে অটোরিকশার সংঘর্ষে নিহত বেড়ে ৩

গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় ইটভর্তি ট্রাকের সঙ্গে সংঘর্ষে অটোরিকশার তিন যাত্রী নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও দুজন। মঙ্গলবার (৭ জানুয়ারি) বিকাল সাড়ে ৪টার দিকে উপজেলার চাপাইর ইউনিয়নের চেয়ারম্যান বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

নিহতরা হলেন- উপজেলার চাপাইর ইউনিয়নের বড় গোবিন্দপুর গ্রামের রিয়াজুল ইসলামের ছেলে অটোরিকশাচালক করিম মিয়া (৪২), সুত্রাপুর ইউনিয়নের নয়ানগর গ্রামের গোপাল চন্দ্র রায়ের ছেলে অয়ন রায় (৩৫) এবং টান সূত্রাপুর গ্রামের বাসুদেব দাসের ছেলে সুদীপ দাস (৩৭)।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে কালিয়াকৈর থানার উপপরিদর্শক (এসআই) জাহিদ হোসেন বলেন, ‘কালিয়াকৈরগামী যাত্রীবাহী অটোরিকশা চেয়ারম্যান বাজার এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা ইটভর্তি ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয়। এতে অটোরিকশা দুমড়েমুচড়ে ঘটনাস্থলেই যাত্রী অয়ন রায় নিহত হন। স্থানীয়রা আহত অবস্থায় চার জনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসক আরও দুজনকে মৃত ঘোষণা করেন। বাকি দুজন স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন আছেন। ইটভর্তি ট্রাকটি জব্দ করা হলেও চালক ও সহকারী পালিয়ে গেছেন। এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হবে।’