মুন্সীগঞ্জের শ্রীনগর থানা থেকে আসামি যুবদল নেতাকে ছিনিয়ে নেওয়ার ঘটনায় তিন জনকে গ্রেফতার করা হয়েছে। আর দায়িত্ব অবহেলার অভিযোগে ওই থানার ওসি কাইয়ুম উদ্দিন চৌধুরীরকে প্রত্যাহার করে পুলিশ লাইন্সে সংযুক্ত করেছে।
শনিবার (১১ জানুয়ারি) রাতে বিষয়টি নিশ্চিত করেন জেলা পুলিশ সুপার শামসুল আলম সরকার।
শ্রীনগর সার্কেল অতিরিক্ত পুলিশ সুপার আনিসুর রহমান জানান, হত্যাচেষ্টা মামলার এজহারভুক্ত আসামি যুবদল নেতা তরিকুলকে শুক্রবার রাতে গ্রেফতারের পর বিএনপির অঙ্গসংগঠনের নেতাকর্মীরা থানায় ঢুকে ১০ পুলিশ সদস্যকে মারধর করে। এতে ওসির দায়িত্ব নিয়ে প্রশ্ন ওঠায় ওসিকে প্রত্যাহার করে নিয়েছেন পুলিশ সুপার।
তিনি আরও জানান, এই ঘটনার সঙ্গে জড়িত তিন জনকে বিভিন্ন জায়গা থেকে গ্রেফতার করা হয়েছে। অপরাধের সঙ্গে জড়িত সবাইকে গ্রেফতার করে আইনের আওতায় আনা হবে।