পদ্মার ২৮ কে‌জির কাত‌ল ৭০ হাজারে বি‌ক্রি

রাজবাড়ীর গোয়ালন্দ উপ‌জেলার পদ্মা নদীতে জে‌লের জা‌লে ২৮ কে‌জির এক‌টি কাতল মাছ ধরা প‌ড়ে‌ছে। যা বি‌ক্রি হ‌য়ে‌ছে ৭০ হাজার টাকায়।

মঙ্গলবার (২৫ মার্চ) ভো‌রে উপজেলার দৌলতদিয়ার ৭ নম্বর ফেরিঘাট এলাকায় পদ্মা ও যমুনার মোহনায় জেলে শওকত হালদারের জালে মাছটি ধরা পড়ে ব‌লে মাছ ব‌্যবসায়ী সম্রাট শাহজাহান শেখ জানান।

সকা‌লে শওকত হালদার মাছ‌টি দৌলত‌দিয়ার আনু খাঁর আড়তে নি‌য়ে যান। সেখা‌নে ওজন দি‌য়ে দে‌খেন মাছ‌টি ২৮ কে‌জি। প‌রে উন্মুক্ত নিলামে দুই হাজার ৪০০ টাকা কেজি দরে ৬৭ হাজার ২০০ টাকা কিনে নেন শাহজাহান।

তিনি ব‌লেন, ‘মোবাইলে যোগা‌যোগ ক‌রে ঢাকার এক ব‌্যবসায়ীর কা‌ছে দুই হাজার ৫০০ টাকা কেজি দরে ৭০ হাজার টাকায় মাছটি বি‌ক্রি করে দিয়েছি।’

তবে এ বিষয়ে জে‌লে শওকত হালদা‌রের বক্তব‌্য পাওয়া যায়‌নি।

রাজবাড়ী জেলা মৎস্য কর্মকর্তা মো. নাজমুল হুদা বলেন, ‘পদ্মা ও যমুনার মোহনায় খাদ্যের প্রাচুর্য বেশি। এ ছাড়া পানির গভীরতা বেশি থাকায় সেখানে বড় বড় মাছ বিচরণ করে। ফলে মা‌ঝেমধ্যে জে‌লে‌দের জা‌লে বড় বড় মাছ ধরা পড়ে।’