‘৪০০ টাকার ভাড়া এখন ৭০০-৮০০ টাকা করে নিচ্ছে, তারপরও বাস পাচ্ছি না’

রাজধানী ঢাকা থেকে দক্ষিণ-পশ্চিমমাঞ্চলের প্রবেশ পথ ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে ঈদে ঘরমুখো মানুষের যাত্রায় যানবাহন চলাচল নির্বিঘ্ন রয়েছে। স্বাভাবিক সময়ের চেয়ে দূরপাল্লার যানবাহন চলাচল বাড়লেও এখনও ওই মহাসড়কে কোথাও যানবাহনের অতিরিক্ত চাপ নেই। তবে গণপরিবহনে ভাড়া বেশি নেওয়ার অভিযোগ করছেন যাত্রীরা।

পদ্মা সেতুর কল্যাণে এ বছরও এই পথে ঈদযাত্রা একেবারেই নির্বিঘ্ন। দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২৩ জেলার মানুষ খুব দ্রুত সময়ে নির্বিঘ্নে এই মহাসড়ক দিয়ে নিজ নিজ গন্তব্যে পৌঁছাতে পারছেন।

মুন্সীগঞ্জ মুক্তারপুর সিমেন্ট কারখানায় কর্মরত এক যাত্রী বরিশালের বাকেরগঞ্জ যাওয়ার জন্য পদ্মা সেতু উত্তর থানার সামনে বাসের জন্য দাঁড়িয়ে থাকা আল ইমরান বলেন, মুক্তারপুর থেকে পদ্মা সেতু উত্তর থানা পর্যন্ত কোথাও যানজট নেই। তবে সেখান থেকে সিএনজিতে ৩৯ টাকা বেশি নিয়েছে। এখানে এসে ঘণ্টাখানেক ধরে বসে আছি। স্বাভাবিক সময় এখান থেকে বরিশালের ভাড়া ৪০০ টাকার ভাড়া এখন ৭০০-৮০০ টাকা করে নিচ্ছে, তারপরও বাস পাচ্ছি না।

বাগেরহাট যাওয়ার জন্য পরিবার নিয়ে দাঁড়িয়ে থাকা মেহবুবা আক্তার বলেন, আমরা অনলাইনে টিকিট করতে পারিনি। এখানে এসে বাসের জন্য প্রায় দুই ঘণ্টা ধরে বসে আছি কোনও বাস পাচ্ছি না। এই গরমে রোজা রেখে ছোট বাচ্চাকে নিয়ে অনেক কষ্ট হচ্ছে। যদি গাড়িতে উঠতে পারি, সেই কষ্ট আর কষ্ট থাকবে না। কারণ পরিবারের সবার সঙ্গে ঈদ করতে পারবো এই সময়ের অপেক্ষায় আছি।

এদিকে পদ্মা সেতু টোল প্লাজার মাওয়া প্রান্তে দ্রুত টোল আদায় করতে সবগুলো বুথ সচল রাখা হয়েছে। যানবাহনগুলো দ্রুত সময়ে সেতু। পারাপারের জন্য সাতটি বুথে নিরবচ্ছিন্ন টোল আদায়ের ব্যবস্থা করা হয়েছে।

eid-news2

বরাবরের মতো মোটরসাইকেল চলাচলের জন্য এক্সপ্রেসওয়ে ও পদ্মা সেতুতে আলাদা লেন নির্ধারণ করে দেওয়া হয়েছে। সেখানেও নেই বাড়তি গাড়ির চাপ স্বাভাবিকভাবেই টোল পরিষদ করে সেতু পার হয়ে নিজ গন্তব্যে যাচ্ছেন মোটরসাইকেল নিয়ে।

একটি বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত মাহমুদুল হাসান মোটরসাইকেলে স্ত্রী ও ছোট্ট সন্তানকে নিয়ে যাচ্ছেন খুলনা। তিনি বলেন, সকাল ৯টায় মোহাম্মদপুর থেকে বের হয়ে এখানে ১০টায় এখানে আসি। এখন পর্যন্ত সড়কে তেমন যানজট নেই শুধু ঢাকায় কিছুটা ছিল আর এই মহাসড়ক একেবারেই ফাঁকা। এখানে ব্যবস্থাপনাও ভালো, মোটরসাইকেলের জন্য আলাদা লেন রাখা হয়েছে। বলতে পারি এবারের ঈদে কোনও ভোগান্তি ছাড়াই বাড়ি ফিরতে পারবো বলে মনে হচ্ছে। সবাইকে ঈদের আগাম শুভেচ্ছা।

এদিকে ঈদযাত্রায় মহাসড়কের সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করতে ইতিমধ্যেই কাজ শুরু করেছে হাইওয়ে পুলিশ। হাঁসাড়া হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ আব্দুল কাদের জিলানী বলেন, পদ্মা সেতুর উত্তর প্রান্তের পুরো মহাসড়কে নিরাপত্তায় হাইওয়ে পুলিশের ৮টি ইউনিট কাজ করছে। চালকরা যেন বেপরোয়া গাড়ি না চালায় তার জন্য আমরা মাইকিং করছি। পুলিশের পাশাপাশি আনসারও কাজ করছে।

পদ্মা সেতু কর্তৃপক্ষ জানায়, গত ২৪ ঘণ্টায় পদ্মা সেতুতে ২৬৪২৮টি যানবাহন পারাপার হয়েছে। এতে সেতুর উভয় প্রান্তে টোল আদায় হয়েছে তিন কোটি ২৩ লাখ ৮৭ হাজার ২০০ টাকা। এর মধ্যে মাওয়া প্রান্ত দিয়ে যানবাহন পারাপার হয়েছে ১৪ হাজার ৯৯২টি ও সেতুর জাজিরা প্রান্ত দিয়ে যানবাহন পারাপার হয়েছে ১১ হাজার ৪৩৬টি।