মুন্সীগঞ্জ শহরের ট্রিপল মার্ডার মামলায় ৩ জনকে মৃত্যুদণ্ড ও ৫ জনকে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ প্রদান করেছেন আদালত। একই সঙ্গে মৃত্যুদণ্ডপ্রাপ্তদের ১ লাখ টাকা করে জরিমানা করা হয়েছে। এ ছাড়া যাবজ্জীবন দণ্ডপ্রাপ্তদের ১ লাখ টাকা জরিমানা অনাদায়ে আরো ১ বছরের বিনা শ্রম কারাদণ্ড প্রদান করেন আদালত। মামলায় ১০ জনকে বেকসুর খালাস দেওয়া হয়েছে।
আজ বৃহস্পতিবার (৮ মে) বেলা ১১টার দিকে ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-৩-এর বিচারক মাসুদ করীম এ রায় ঘোষণা করেন।
মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলো- রাকিবুল হাসান সৌরভ ওরফে সৌরভ প্রধান, শিহাব প্রধান ও রনি ব্যাপারী।
যাবজ্জীবন দণ্ডপ্রাপ্তরা হলো- সাকিব প্রধান, শামীম প্রধান, অনিক ব্যাপারী, জাহাঙ্গীর ওরফে ছোট জাহাঙ্গীর ও রায়হান। এদের মধ্যে শিহাব, সাকিব এবং শামীম আপন তিন ভাই।
রায় ঘোষণার সময় দণ্ডপ্রাপ্তদের মধ্যে ৩ জন উপস্থিত ছিলেন ও বাকি ৫ জনকে পলাতক রয়েছেন। বিষয়টি নিশ্চিত করেন বাদীপক্ষের আইনজীবী জাহাঙ্গীর আলম।
মামলার বিবরণে জানা গেছে, ২০২১ সালের ২৪ মার্চ দিবাগত রাত ১১টার দিকে ইভটিজিংকে কেন্দ্র করে সালিশি বৈঠকে শহরের উত্তর ইসলামপুর এলাকায় হামলায় ৩ জন নিহত হন। এরা হচ্ছেন- মুন্সীগঞ্জ পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের পরাজিত কাউন্সিলর প্রার্থী আওলাদ হোসেন মিন্টু প্রধান (৪৫), মো. ইমন পাঠান (২০) ও মাহবুব হোসেন সাকিব (১৯)। এ ঘটনায় পরদিন নিহত মিন্টু প্রধানের স্ত্রী খালেদা আক্তার বাদী হয়ে ১২ জনের নাম উল্লেখ ও অজ্ঞাত আরও ১৫ জনকে আসামি করে মুন্সীগঞ্জ সদর থানায় হত্যা মামলা দায়ের করেন। এ মামলায় ১৯ জনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দাখিল করে পুলিশ। পরে মামলাটি ২০২৩ সালে ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-৩-এ হস্তান্তর হয়।