দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থীকে শ্বাসরোধে হত্যা: অভিযুক্ত আটক

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়িতে হোসাইন (৭) নামক দ্বিতীয় শ্রেণির এক শিশুশিক্ষার্থীকে শ্বাসরোধ করে হত্যার ঘটনা ঘটেছে। ওই ঘটনায় অভিযুক্ত আরিয়ান ওরফে মাহিমের তথ্যের ভিত্তিতে রবিবার (২৫ মে) সকালে উপজেলার ধীপুর ইউনিয়নের পলাশপুর পেশকারবাড়ি সংলগ্ন একটি জঙ্গল থেকে নিখোঁজের দুই দিন পর ওই শিশুশিক্ষার্থীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

পুলিশ ও স্থানীয়রা জানায়, গেলো শুক্রবার বিকালে খেলাধুলা করতে শিশু হোসাইন বাড়ি থেকে বের হয়। সন্ধ্যার পরেও বাড়ি ফিরে না আসায় অনেক খোঁজাখুঁজির পরে স্বজনরা জানতে পারে প্রতিবেশী আরিয়ান ওরফে মাহিমের সঙ্গে বিকালে সাইকেলে তাকে ঘুরতে দেখা গেছে।

সেই সূত্র ধরে আরিয়ানকে জিজ্ঞাসাবাদ করলে সে স্বীকার করে, হোসাইনকে হাত-পা বেঁধে শ্বাসরোধ করে হত্যা করেছে সে। হত্যার পরে মরদেহ ধীপুর ইউনিয়নের পলাশপুর পেশকার বাড়িসংলগ্ন জঙ্গলে ফেলে রেখেছে।

বিষয়টি পুলিশকে অবগত করে নিহতের পরিবার। পরে পুলিশ অভিযুক্ত আরিয়ানকে আটক করে জিজ্ঞাসাবাদ শেষে তার দেখানো জায়গা হতে রবিবার সকাল ৯টার দিকে শিশুর মরদেহ উদ্ধার করে।

নিহত হোসাইন টঙ্গীবাড়ি উপজেলার ডুলিহাটা গ্রামের জুয়েল মিয়ার ছেলে। সে আড়িয়ল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির ছাত্র।

এ বিষয়ে মুন্সীগঞ্জ টঙ্গীবাড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিদুল ইসলাম জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে প্রেরণ করা হয়েছে। হত্যার কারণ চূড়ান্ত জিজ্ঞাসাবাদ শেষে জানা যাবে।