নরসিংদীতে মিনহাজুল আবেদিন রিজভী নামে এক ইন্টারনেট ও ডিশ ব্যবসায়ীকে কুপিয়ে এবং গুলি করে হত্যার ঘটনা ঘটেছে। সোমবার (৩০ জুন) রাত সাড়ে ১১টার দিকে শহরের পূর্ব ব্রাহ্মন্দী এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত মিনহাজুল আবেদিন রিজভী (৩৬) শহরতলীর বীরপুর মহল্লার জয়নাল আবেদীনের ছেলে। তিনি রায়পুরা উপজেলার হাসনাবাদ এলাকায় ইন্টারনেট ও ডিশের ব্যবসা করতেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রাত সাড়ে ১১টার দিকে পূর্ব ব্রাহ্মন্দীর একটি গলিতে হুড়োহুড়ি এবং গুলির শব্দ শুনতে পান স্থানীয় লোকজন। তারা গিয়ে রিজভীর রক্তাক্ত লাশ দেখে পুলিশে খবর দেয়। রাত ১২টার দিকে পুলিশ এসে সুরতহাল প্রতিবেদন তৈরি করে৷ এ সময় ঘটনাস্থলের পাশের একটি বাড়ির সামনে থেকে ককটেল এবং দেশীয় অস্ত্র উদ্ধার করে পুলিশ।