যশোরে তিনটি কেন্দ্রে গোলযোগ, এক ঘণ্টা ভোটগ্রহণ বন্ধ

ইউপি নির্বাচন ২০১৬

যশোরের চৌগাছা উপজেলার তিনটি ইউনিয়নের তিনটি কেন্দ্রে গোলযোগের কারণে ভোটগ্রহণ সাময়িক স্থগিত করা হয়। এক ঘণ্টা পর আবার ভোটগ্রহণ শুরু হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ কয়েক রাউন্ড ফাঁকা গুলি করে।

ভোটগ্রহণ শুরুর পরপরই সুখ পুকুরিয়া ইউনিয়নের কুলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে আওয়ামী লীগের প্রার্থী চাঁদনী আক্তার ও বিদ্রোহী প্রার্থী বর্তমান চেয়ারম্যান তোতা মিয়ার সমর্থকদের মধ্যে সংঘর্ষ বাধে।

স্থগিত হওয়া ভোট কেন্দ্রগুলো হচ্ছে, হাকিমপুর ইউনিয়নের চন্দ্রপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র, ধুলিয়ানী ইউনিয়নের মুক্তারপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র এবং সিংহঝুলি ইউনিয়নের জগন্নাথপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র।

স্থানীয়রা জানায়, সকাল ৯টার দিকে চন্দ্রপাড়া কেন্দ্রে দুই মেম্বার প্রার্থীর মধ্যে সংঘর্ষের ঘটনায় আশরাফুল ইসলাম নামে এক যুবক আটক হয়েছে।

সকাল ১০টার দিকে মুক্তারপুর কেন্দ্রে দু’পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়লে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে কয়েক রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে।

অপরদিকে, সকাল ৯টার দিকে জগন্নাথপুর কেন্দ্রে দুর্বৃত্তরা একটি বোমার বিস্ফোরণ ঘটায়।

বেলা ১১টার দিকে নারায়ণপুর ইউনিয়নের চাঁদপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট দেওয়া ব্যালট পেপার খুলে দেখার সময় এক যুবককে আটক করে পুলিশ।

চৌগাছা থানার ওসি মসিয়ূর রহমান জানান, পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে।

আরও পড়ুন: হামলার অভিযোগে মনোহরদীতে বিএনপি প্রার্থীর ভোট বর্জন

/এসটি/