যশোরে ওষুধ কোম্পানির কর্মীকে কুপিয়ে ৬ লাখ টাকা ছিনতাই

যশোরযশোরে ওষুধ কোম্পানির এক কর্মীকে কুপিয়ে প্রায় ৬ লাখ টাকা ছিনতাই করেছে দুর্বৃত্তরা। তার নাম আশরাফুজ্জামান (৩০)। তাকে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। সোমবার বেলা ১১টার দিকে যশোর শহরের ঘোপ কবরস্থান মসজিদের পাশে এ ঘটনা ঘটে।

আহত আশরাফুজ্জামানের বাড়ি যশোরের বাঘারপাড়া উপজেলার পুকুরিয়া এলাকায়। বেসরকারি প্রতিষ্ঠান অপসোনিন ফার্মা যশোর ডিপোর ইনচার্জ আমিনুল ইসলাম মালিক জানান, বেলা ১১টার দিকে প্রতিষ্ঠানের দুই অ্যাকাউন্টস অফিসার আশরাফুজ্জামান ও এহতেশামুল হাসান (৩৬) রিকশায় করে ব্যাংকে টাকা জমা দিতে যাচ্ছিলেন। পথে শহরের ঘোপ কবরস্থান মসজিদের পাশে তাদের রিকশার গতিরোধ করে একটি মোরসাইকেলে আসা তিন যুবক। এদের মধ্যে একজন চাপাতি দিয়ে আশরাফুজ্জামানের ডানহাতের কব্জির নিচে কোপ মেরে টাকার ব্যাগটি ছিনিয়ে নেয় ।

তিনি জানান, ব্যাগে অফিসের সাড়ে পাঁচ লাখ এবং বাড়িভাড়াসহ আরও ৩ হাজার ২১১ টাকা ছিল। এ ব্যাপারে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।

যশোর জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক হাসান আল মামুন বলেন, ‘আশরাফুজ্জামানের হাতের দুটো শিরা কেটে গেছে। উপযুক্ত চিকিৎসা গ্রহণ করলে তেমন ক্ষতির আশঙ্কা নেই।’

কোতয়ালি থানার ওসি ইলিয়াস হোসেন জানান, ঘটনাস্থলে পুলিশ ফোর্স পাঠানো হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের আটকে চেষ্টা চলছে।

/এমডিপি/