বাগেরহাটে গ্রেফতার জেএমবি সদস্যদের বিরুদ্ধে চারটি মামলা

বাগেরহাটবাগেরহাটের কচুয়ায় আগ্নেয়াস্ত্র ও হাতবোমাসহ গ্রেফতার জেএমবি’র চার সদস্যের বিরুদ্ধে পৃথক চারটি মামলা করা হয়েছে। মঙ্গলবার দুপুরে জেলা গোয়েন্দা পুলিশ তিনটি ও কচুয়া থানা পুলিশ একটি মামলা করে। মামলায় গ্রেফতারকৃত চারজনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ৬/৭ জনকে আসামি করা হয়েছে।

এছাড়াও গ্রেফতার ওই চারজনকে জেলহাজতে পাঠানো হয়েছে।

এর আগে মঙ্গলবার ভোর রাতে কচুয়া উপজেলার মঘিয়া গ্রামের সাফায়াত হোসেনের পরিত্যাক্ত বাড়িতে গোপন বৈঠকের সময় তাদের আটক করা হয়। এ সময় ওই বাড়িতে তল্লাশি চালিয়ে অস্ত্র, গুলি, হাতবোমা ও বোমা তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন কচুয়া উপজেলার রাঢ়িপাড়া ইউনিয়নের কাকারবিল গ্রামের বেদার উদ্দিন মোল্লার ছেলে আকাশ মোল্লা ওরফে বাবু (১৯), পিরোজপুর জেলার সদর উপজেলার মাছিমপুর দক্ষিণ শেখপাড়া গ্রামের আব্দুল হাই শেখের ছেলে হাবিবুল্লাহ শেখ (১৯), একই জেলার নাজিরপুর উপজেলার রঘুনাথপুর খেজুরতলা গ্রামের লোকমান ফরাজীর ছেলে কবিরুল ফরাজী (২৬) ও মঠবাড়িয়া উপজেলার সোনাখালী গ্রামের মো. আলম হাওলাদারের ছেলে মিজানুর রহমান হাওলাদার (২৮)।

কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কবিরুল ইসলাম জানান, এ ঘটনায় পুলিশ পৃথক চারটি মামলা করেছে। এর মধ্যে পুলিশের উপর হামলার ঘটনায় কচুয়া থানার উপ-পরিদর্শক (এসআই) আনসার উদ্দিন একটি এবং ইলেক্ট্রনিক সামগ্রী (ডিভাইস), অস্ত্র আইন ও বিষ্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক তিনটি মামলা দায়ের করেছে জেলা গোয়েন্দা পুলিশ।

আরও পড়ুন:
স্বচ্ছল স্বজনদের দলে ভেড়ায় নব্য জেএমবি

 

/বিটি/