সুন্দরবনের বনদস্যু সাগর বাহিনীর ১৩ সদস্যের জামিন

বাগেরহাটসুন্দরবনের বনদস্যু সাগর বাহিনীর প্রধানসহ ১৩ সদস্যের জামিন আবেদন মঞ্জুর করেছেন আদালত। বৃহষ্পতিবার বিকালে বাগেরহাট জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. ফজলুল হক তাদের জামিন আবেন মঞ্জুর করেন।

বাগেরহাট জেলা ও দায়রা জজ আদালতের রাষ্ট্রপক্ষের কৌঁসুলি শেখ মোহম্মদ আলী বলেন, ১৯ অক্টোবর বনদস্যু সাগর বাহিনীর প্রধান মো. আলমগীর শেখ ওরফে সাগরসহ তার ১২জন সহযোগী দস্যুতা ছেড়ে স্বাভাবিক জীবনে ফিরতে স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে অস্ত্র ও গোলাবারুদসহ আত্মসমর্পণ করে। সেই থেকে তারা বাগেরহাট জেলা কারাগারে আটক ছিলেন। বৃহষ্পতিবার বিকালে তাদের আদালতে হাজির করে জামিন চেয়ে আবেদন করলে বিচারক শুনানি শেষে তাদের জামিন মঞ্জুর করেন।

জামিন প্রাপ্তরা হলেন, বনদস্যু সাগর বাহিনীর প্রধান মো.আলমগীর শেখ ওরফে সাগর (৩৫),মো.কামরুল ফকির (২৭),মো.আব্দুল মালেক (৩৮), মো.কাদের শেখ (৩৮), মো.হাফিজুর রহমান শেখ (৪৬),মো.কাবীর সরদার (৩৪), মো. দেলোয়ার শেখ (৩৮), মো. হাসান সরদার (২২), মো.নান্না ফকির (২৯), মো. তৌহিদুল ইসলাম (৪৩), মো.রাজু শেখ(২৮), মো.লিটন হাওলাদার (৩৪) ও মো.তারিকুল গাজী (৩২)। তাদের বাড়ি বাগেরহাট জেলার মংলা, রামপাল ও মোরেলগঞ্জ উপজেলার বিভিন্ন গ্রামে।

গত ১৯ অক্টোবর বনদস্যু সাগর বাহিনীর ১৩ জন সদস্য স্বাভাবিক জীবনে ফিরতে স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে অস্ত্র ও গোলাবারুদ জমা দিয়ে আত্মসমপর্ণ করেন। এসময়ে তারা ৮টি বিদেশি একনালা বন্দুক, ৩টি দেশীয় একনালা বন্দুক, ১টি বিদেশি দোনালা বন্দুক, ২টি পয়েন্ট ২২ বোর বিদেশি এয়ার রাইফেল, ৪টি এলজি এবং ২টি দেশীয় কাটা রাইফেলসহ মোট ২০টি দেশী-বিদেশি আগ্নেয়াস্ত্র এবং বিভিন্ন ধরনের ৫৯৬ রাউন্ড গুলি জমা দেন।

/এমডিপি/