‘জঙ্গিদের দেশি-বিদেশি অর্থদাতাদেরও খুঁজে বের করা হবে’

বাগেরহাটে আইজিপি এ কে এম শহীদুল হক

পুলিশের মহাপরিচালক (আইজিপি) এ কে এম শহীদুল হক বলেছেন, ‘জঙ্গিদের দেশি-বিদেশি অর্থদাতাদেরও খুঁজে বের করে আইনের আওতায় আনা হবে। ইতিমধ্যে স্থানীয় অনেককেই চিহ্নিত করা হয়েছে। বিদেশিদেরও চিহ্নিত করার চেষ্টা চলছে।’

বৃহস্পতিবার দুপুরে বাগেরহাট খানজাহান আলী ডিগ্রি কলেজ মাঠে আয়োজিত কমিউনিটি পুলিশিং ও জঙ্গি-সন্ত্রাসবাদ বিরোধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আইজিপি আরও বলেন, ‘আমরা জঙ্গিদের জঙ্গি হিসেবেই দেখি। এদের সংখ্যা খুব বেশি না। জঙ্গিদের শক্তি আমরা ভেঙে দিয়েছি। তারা অত্যন্ত দুর্বল অবস্থায় আছে। জনগণের সম্পৃক্ততায় অল্প সময়ের মধ্যে আমরা এদের নির্মূল করতে সক্ষম হবো।’

তিনি বলেন,  ‘এখন জঙ্গিদের অনুসারীরা যেন মাথা ঝাড়া দিয়ে উঠতে না পারে সেদিকে সবাইকে খেয়াল রাখতে হবে।জনসচেতনতা বৃদ্ধি করতে হবে। ইতিমধ্যে স্কুল, কলেজ, মাদ্রাসাসহ সব শ্রেণি পেশার মানুষকে সম্পৃক্ত করা হয়েছে জঙ্গিবাদের বিরুদ্ধে গণসচেতনতার জন্য। এই ধারা অব্যাহত রাখা হলে যারা ভুল পথে পা দিয়েছে তারা ভুল বুঝতে পেরে সেখান থেকে চলে আসবে। নতুন করে যেন কেউ জঙ্গিবাদে সম্পৃক্ত না হয় সেজন্য এই সচেতনতা কাজে আসবে। পাশাপাশি পুলিশ বাহিনীও তৎপর রয়েছে যেকোনও জঙ্গিবাদ মোকাবিলায়।

বাগেরহাটের পুলিশ সুপার পংকজ কুমার রায়ের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন খুলনার বিভাগীয় কমিশনার মো. আবদুস সামাদ, পুলিশের খুলনা রেঞ্জের ডিআইজি এস এম মনির-উজ-জামান, খুলনা মেট্রোপলিটন পুলিশ কমিশনার নিবাস চন্দ্র মাঝি, বাগেরহাটের জেলা প্রশাসক তপন কুমার বিশ্বাস, বাগেরহাট পুলিশিং কমিটির সভাপতি অ্যাডভোকেট মোজাফ্ফর হোসেন, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শাহ আলম  টুকু, মুক্তিযোদ্ধা আ. জলিল, সদর উপজেলা পুলিশিং কমিটির সভাপতি শেখ আক্তারুজ্জামান বাচ্চু প্রমুখ।

আরও পড়ুন:
'মা, আমি ভালো আছি, আল্লাহর পথে চলে গেলাম'

/বিটি/