যশোরে ‘বন্দুকযুদ্ধে’ ডাকাত নিহত

বন্দুকযুদ্ধযশোরে পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে রাসেল ওরফে রনি নামে (২৯) এক ডাকাত নিহত হয়েছে। পুলিশ ঘটনাস্থল থেকে একটি অস্ত্র, গুলি ও হ্যান্ডকরাত উদ্ধার করেছে।
মঙ্গলবার গভীর রাতে সদর উপজেলার জগহাটি এলাকায় দুদল ডাকাতের মধ্যে এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে বলে দাবি করেছে পুলিশ। নিহত রাসেলের বিরুদ্ধে ডাকাতিসহ ৮টি মামলা রয়েছে।
যশোর কোতোয়ালি থানার ওসি ইলিয়াস হোসেন জানান, মঙ্গলবার রাত দেড়টার দিকে যশোর সদর ও চৌগাছা থানার সীমান্ত এলাকা জগহাটিতে দুদল ডাকাতের মধ্যে বন্দুকযুদ্ধ হয়। খবর পেয়ে পুলিশের একটি টিম সেখানে অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাতরা পিছু হটে। এসময় ঘটনাস্থল থেকে অজ্ঞাত এক যুবককে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করা হয়। পরে তাকে যশোর মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
তিনি আরও জানান, ঘটনাস্থল থেকে পুলিশ একটি ওয়ান শুটার গান, এক রাউন্ড গুলি, গুলির খোসা, হ্যান্ডকরাত ও দড়ি উদ্ধার করেছে।

এদিকে, যশোরের চৌগাছা থানার ওসি এম মসিউর রহমান জানান, নিহতের নাম রাসেল ওরফে রনি। সে চৌগাছা পৌরসভার মাঠপাড়ার আব্দুল গণি ওরফে কুমারের ছেলে। তার বিরুদ্ধে চৌগাছা থানায় ডাকাতিসহ ৮টি মামলা রয়েছে।

/এআর/