বেনাপোলে মাতৃভাষা দিবসের অনুষ্ঠানে যোগ দেবেন দু'দেশের বিশিষ্টজনেরা

যশোরবেনাপোল চেকপোস্ট নো-ম্যান্সল্যান্ডে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালনের জন্য প্রস্তুতি চলছে পুরোদমে। এতে উপস্থিত থাকবেন দুই বাংলার বিশিষ্টজনেরা। শনিবার সকাল থেকে অতিথিদের মধ্যে দাওয়াতপত্র বিতরণ শুরু হয়েছে।

অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিদের মধ্যে প্রধান অতিথি হিসেবে থাকবেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য পিযূষ কান্তি ভট্রাচার্য, বিশেষ অতিথি হিসাবে থাকবেন যশোর-৮৫ , শার্শা-১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব শেখ আফিল উদ্দিন, যশোর জেলা আওয়ামী লীগের সভাপতি শহিদুল ইসলাম মিলন, যশোর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহীন চাকলাদার, জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক আব্দুল মজিদ, বেনাপোল কাস্টমস কমিশনার শওকত হোসেন, জেলা প্রশাসক ড. হুমায়ন কবীর, যশোর ৪৯ বিজিবি’র অধিনায়ক লে. কর্নেল জাহাঙ্গীর হোসেন ও জেলা পুলিশ সুপার আনিসুর রহমান।

ভারতের পক্ষে উপস্থিত থাকবেন- পশ্চিমবঙ্গ সরকারের খাদ্য সরবরাহ মন্ত্রী শ্রী জ্যোতিপ্রিয় মল্লিক,তথ্য প্রযুক্তি ও দফতর মন্ত্রী শ্রী ব্রাত্য বসু, বনগাঁ লোকসভার সংসদ শ্রীমতি মমতা ঠাকুর, বনগাঁ উত্তর বিধান সভার বিধায়ক শ্রী বিশ্বজিৎ দাস, বনগাঁ দক্ষিণ বিধান সভার বিধায়ক শ্রী সুরজিৎ কুমার বিশ্বাস। এছাড়াও উপস্থিতি থাকবেন পশ্চিম বাংলার কবি ও সাহিত্যিক শীর্ষেন্দু মুখোপাধ্যায়, পশ্চিম বাংলার বিখ্যাত লোকসংগীত দোহার ও অর্পিতা চক্রবর্তী, অর্পণ চক্রবর্তী, বাংলাদেশের বিখ্যাত কবি আসাদ চৌধুরী, স্বাধীন বাংলা বেতারের শিল্পি রবীন্দ্রনাথ রায় ও খুরশীদ আলম এবং নাট্যকার ও আবৃতি কারক জয়ন্ত চট্টপাধ্যায়। 

২১ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৮ টার সময় বেনাপোল-পেট্রাপোল নো-ম্যান্সল্যান্ডে অস্থায়ী শহীদ বেদীতে ফুল দিয়ে অনুষ্ঠানের সূচনা হবে।অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন বেনাপোল পৌর মেয়র আশরাফুল আলম লিটন।

বেনাপোল নো-ম্যান্সল্যান্ডে ২১ উতযাপনে দুই বাংলার ভাষা উৎসব আয়োজনে ইভেন্ট অর্গানাইজার কাঠ পেন্সিলের সঙ্গে চুক্তি স্বাক্ষর করেছেন বেনাপোল পৌরসভা।

/এফএস/

আরও পড়ুন- 


আ. লীগের ধানমণ্ডি কার্যালয়ে নেতাদের বিরুদ্ধে যত অভিযোগ