জামিন পেলো বনদস্যু জাহাঙ্গীর বাহিনীর ১৭ সদস্য

বাগেরহাটদস্যুরা ছেড়ে স্বাভাবিক জীবনে ফিরতে আত্মসমর্পণ করা সুন্দরবনের বনদস্যু জাহাঙ্গীর বাহিনীর ২০ সদস্যের মধ্যে ১৭ জন সদস্য জামিনে মুক্তি পেয়েছেন। সোমবার বিকালে বাগেরহাট জেলা কারাগার থেকে জামিনে মুক্তি পান তারা।

এর আগে রবিবার বাগেরহাট জেলা ও দায়রা জজ আদালতে বনদস্যু জাহাঙ্গীর বাহিনীর ২০ সদস্যকে হাজির করা হলে আদালতের বিচারক মো. ফজলুল হক তাদের জামিন মঞ্জুর করেন।  বাহিনী প্রধান জাহাঙ্গীরসহ অপর দুই সদস্যের বিরুদ্ধে অন্য মামলা থাকায় তারা মুক্তি পাননি।

কারাগার থেকে জামিনে মুক্তিপ্রাপ্তরা হলেন, মো. আকরাম শেখ, শেখ মো. ফরিদ, মো. মারুফ শেখ, মো. মোস্তাহার শেখ, মো. এরশাদ খান, মো. গাজী তরিকুল ইসলাম, মো. কামরুল শেখ, মো. কামরুল হাসান, মো. হায়দার শেখ, মো. হারুন শেখ, মো. আইয়ুব আলী শেখ, মো. মাফিকুল গাজী, মো. কবির গাজী, মো. পলাশ হোসেন, মো. আবদুল হান্নান সরদার, মো. মহাসিন মোড়ল ও মো. ইয়াকুব সরদার।

বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদসহ গত ২৯ জানুয়ারি বনদস্যু জাহাঙ্গীর বাহিনীর ২০ সদস্য বরিশালের রূপাতলীতে র‌্যাব-৮ এর সদর দপ্তরে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামালের উপস্থিতিতে আনুষ্ঠানিকভাবে আত্মসমর্পণ করেন।

/বিটি/