বাংলা ভাইয়ের হামলায় আহত আ.লীগ নেতার চিকিৎসায় প্রধানমন্ত্রীর চেক

চেক হস্তান্তর বাগেরহাটের মোল্লাহাটে নিষিদ্ধ ঘোষিত জেএমবি’র তৎকালীন শীর্ষ নেতা সিদ্দিকুল ইসলাম বাংলা ভাইয়ের হামলায় আহত আওয়ামী লীগ নেতা তারাপদ পোদ্দারের চিকিৎসার জন্য প্রধানমন্ত্রীর দেওয়া দুই লাখ টাকার চেক হস্তান্তর করা হয়েছে।

বাগেরহাট-১ আসনের সংসদ সদস্য শেখ হেলাল উদ্দীন বৃহস্পতিবার বিকালে মোল্লাহাটের গাওলা গ্রামে অসুস্থ আওয়ামী লীগ নেতা তারাপদ পোদ্দারকে দেখতে যান এবং ওই চেক হস্তান্তর করেন।

চেক হস্তান্তের সময় উপস্থিত ছিলেন, বাগেরহাটের জেলা প্রশাসক তপন কুমার বিশ্বাস, পুলিশ সুপার পংকজ চন্দ্র রায়, উপজেলা চেয়ারম্যান ও মুক্তিযোদ্ধা শাহিনুল আলম ছানা, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শামীম আহসানসহ আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

প্রসঙ্গত, নিষিদ্ধ সংগঠন জামায়াতুল মুজাহিদিন বাংলাদেশ (জেএমবি) শীর্ষ নেতা সিদ্দিকুল ইসলাম ওরফে বাংলা ভাই ও তার লোকজন ২০০৩ সালের মার্চ মাসে বাগেরহাট জেলার মোল্লাহাট উপজেলার গাওলা গ্রামে আওয়ামী লীগ নেতা তারাপদ পোদ্দারের বাড়িতে হামলা চালায়। হামলায় তারাপদ পোদ্দার গুরুতর আহত হন। এ সময় তাদের চিৎকারে গ্রামবাসী ছুটে এসে ধাওয়া করে বাংলা ভাইসহ দুইজনকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করে।

ইতিমধ্যে জেএমবির ওই শীর্ষ নেতা বাংলা ভাইসহ কয়েকজনের ফাঁসির দণ্ড কার্যকর হয়েছে।

/বিএল/