‘ভাটার সময় নদীর পানি কমে রশি ছিঁড়ে ডুবে যায় কার্গোটি’

বাগেরহাটবাগেরহাটের মোরেলগঞ্জে এক হাজার ৩০০ বস্তা সিমেন্টসহ স্টিলবডির যে কার্গো ট্রলার ডুবে গেছে তার অবস্থান এখনও জানা সম্ভব হয়নি। এ কারণে উদ্ধারকাজও শুরু করা যায়নি। তবে পুলিশ জানিয়েছে, শুক্রবার ভোর রাত ৪টার দিকে ভাটার টানে নদীর পানি কমে যাওয়ায় ঘাটে বাধা রশি ছিঁড়েই কার্গোটি ডুবে গেছে বলে ধারণা করছেন তারা।

এই ঘটনায় কার্গো ট্রলারের মাঝি শহিদুল ইসলাম শেখ (৪৫) আহত হয়েছেন। ফায়ার সার্ভিস কর্মীরা তাকে উদ্ধার করে মোরেলগঞ্জ হাসপাতালে ভর্তি করেছেন।

মোড়েলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাশেদুল আলম মুঠোফোনে বাংলা ট্রিবিউনকে বলেন, কার্গো ট্রলার ‘মা ফতেমা’ মংলার সেনাকল্যাণ সংস্থা থেকে এক হাজার ৩০০ বস্তা সিমেন্ট নিয়ে শরণখোলার দিকে যাচ্ছিল। রাত ১টায় এটি মোরেলগঞ্জে পৌঁছায়। এখানে মাসুম অ্যান্ড ব্রাদার্স এর ৭৫ বস্তা সিমেন্ট আনলোড করে ট্রলার মালিক ও শ্রমিকরা ঘুমিয়ে পড়েন। তখন ভাটির সময় নদীর পানি কিছুটা কমে গেলে কার্গোর দড়ি ছিঁড়ে ও এটি ডুবে যায়।

তিনি জানান, ঘটনাস্থ‌লে ফায়ার সা‌র্ভি‌সের কর্মীরা পৌঁছে‌ছেন। তবে তারা উদ্ধারকাজ শুরু করতে পারেননি।

/এফএস/ 

আরও পড়ুন-


আগামী নির্বাচনে শক্ত প্রতিদ্বন্দ্বিতার মুখোমুখি হতে হবে: প্রধানমন্ত্রী