সাতক্ষীরায় ডিআইজির আল্টিমেটামে ১২ মাদক ব্যবসায়ীর আত্মসমর্পণ

satkhira pic 23.3.17খুলনা রেঞ্জের ডিআইজি এসএম মনির উজ-জামানের আল্টিমেটামে সাতক্ষীরা সদর থানায় ১২ মাদক ব্যবসায়ী আত্মসমর্পণ করেছেন। বৃহস্পতিবার দুপুরে সাতক্ষীরার তুজলপুর কৃষক ক্লাবের সহায়তায় তারা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ হোসেন মোল্লার কাছে আত্মসমর্পণ করেন।

আত্মসমর্পণকারীরা হলেন সদর উপজেলার গোবিন্দকাঠি গ্রামের নজরুল ইসলাম, সোনাই, ইউসুফ গাজী, নুর মোহাম্মদ, মাহমুদুল হক বাবু, আছাদুল ইসলাম, পাথরঘাটা গ্রামের সোহরাব হোসেন, আশরাফুল হোসেন, জেসমিন, পরোয়ার, গোলাম সরোয়ার ও আশরাফ হোসেন।

এ সময় আরও উপস্থিত ছিলেন, সাতক্ষীরা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল বারী, পুলিশ পরিদর্শক (তদন্ত) আলমগীর হোসেন, তুজলপুর কৃষক ক্লাবের সভাপতি ইয়ারব হোসেন প্রমুখ।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ হোসেন মোল্লা বলেন, ‘খুলনা রেঞ্জের ডিআইজি এসএম মনির উজ-জামান (বিপিএম) স্যার খুলনা বিভাগের ১০ জেলাকে মাদক, সন্ত্রাস ও জঙ্গিবাদমুক্ত করতে একশ দিনের কর্মসূচি গ্রহণ করেছেন। তিনি কিছুদিন আগে সাতক্ষীরা শহীদ আব্দুর রাজ্জাক পার্কে অনুষ্ঠিত মাদক ও জঙ্গিবাদ নির্মুল শীর্ষক আলোচনা সভায় মাদকসেবী ও মাদক ব্যবসায়ীদের আত্মসমর্পণের আল্টিমেটাম দিয়েছিলেন। তার ডাকে সাড়া দিয়ে অন্ধকার থেকে আলোর পথে আসার প্রত্যয়ে তুজলপুর কৃষক ক্লাবের সহয়তায় সদর উপজেলার ১২ জন মাদক ব্যবসায়ী আজ আত্মসমর্পণ করেছেন। আর কখনও মাদক ব্যবসা করবেন না এমন মুচলেকা নিয়ে তাদেরকে ছেড়ে দেওয়া হয়।’

/বিএল/এ সংক্রান্ত আগের খবর:

সাতক্ষীরায় মাদক ব্যবসায়ীদের আত্মসমর্পণের আল্টিমেটাম ডিআইজির