যশোরে ভাইদের মারধরে এক ব্যক্তির মৃত্যু

যশোর

যশোরে পারিবারিক কলহের জের ধরে ভাইদের মারধরের শিকার মাসুদুর রশিদ (৪৭) নামে এক ব্যক্তি চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। শুক্রবার বিকেলে ঢাকার একটি হাসপাতালে তিনি মারা যান। মৃত মাসুদুর রশিদ যশোরের বাঘারপাড়া উপজেলার সৈয়দমাহমুদপুর এলাকার সুলতান মাহমুদের ছেলে।

বাঘারপাড়া থানার ওসি মতিয়ার রহমান বলেন, স্থানীয়দের মাধ্যমে জানতে পারি- ভাইয়ে ভাইয়ে মারপিটের কারণে মাসুদুর রহমানের মৃত্যু হয়েছে। যে কারণে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। এছাড়া জিজ্ঞাসাবাদের জন্য তার তিন ভাইকে থানায় আনা হয়েছে।’

মৃত মাসুদুর রশিদের মামা আজমল আজিজ জানান, মাসুদুর রশিদ কাজকর্ম করতো না। সম্প্রতি সে বাড়ির একটি গাছ অপর তিন ভাইকে না জানিয়ে বিক্রি করে দেয়। ক্রেতা গাছ কাটতে গেলে অন্য তিনভাই তাতে বাধা দেন। পরে এ নিয়ে চারভাইয়ের মধ্যে তর্কাতর্কি হয়। এক পর্যায়ে মাসুদুর রশিদকে তার ভাইরা মারধর করে। এতে তিনি অসুস্থ হয়ে পড়ে। এরপর তাকে যশোর মেডিক্যাল কলেজ হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হওয়ায় তাকে ঢাকায় রেফার করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার বিকেলে মারা যায় মাসুদুর রশিদ।

বাঘারপাড়া থানার ওসি আরও বলেন, ‘ঢাকা থেকে লাশ আনার পর শনিবার সকালে পুলিশ বাড়িতে গিয়ে  উদ্ধার করে মর্গে পাঠিয়েছে। ময়নাতদন্তের রিপোর্টে হত্যার বিষয়টি স্পষ্ট হলেই মামলা হবে।’

/জেবি/

আরও পড়তে পারেন: ৩৯টি বধ্যভূমিতে এক সঙ্গে আলোক প্রজ্বালন করা হবে