ঝিনাইদহের ঘোড়শাল এখন সজিনা ইউনিয়ন

ঝিনাইদহঝিনাইদহ সদর উপজেলার ঘোড়শাল ইউনিয়নকে সজিনা ইউনিয়ন হিসেবে ঘোষণা করেছে জেলা প্রশাসন। বৃহস্পতিবার (২০ এপ্রিল) বিকালে ঘোড়শাল ইউনিয়নের যাদুড়িয়া গ্রামে সজিনার ডাল রোপনের মাধ্যমে এ ঘোষণা দেন জেলা প্রশাসক মাহবুব আলম তালুকদার।

সেসময় উপস্থিত ছিলেন ঝিনাইদহ সদর উপজেলা কৃষি কর্মকর্তা ড. খান মোহাম্মদ মনিরুজ্জামান, কৃষি সম্প্রসারণ অফিসার রোকনুজ্জামান, ঘোড়শাল ইউনিয়নের চেয়ারম্যান পারভেজ মাসুদ লিটন, ঝিনাইদহ প্রেসক্লাবের সহ-সাধারণ সম্পাদক ও এসএ টিভির জেলা প্রতিনিধি ফয়সাল আহমেদ, উপ-সহকারী কৃষি কর্মকর্তা মনি কুমার বিশ্বাস ও কৃষক মহিউদ্দিন।

কৃষি অফিসের কর্মকর্তারা জানান, সজিনাতে রয়েছে পুষ্টি ও ওষুধি গুণাগুণ। আয়ুর্বেদ শ্বাস্ত্রে সজিনায় প্রায় ৩শ’ প্রকার ব্যাধির প্রতিশেধক হিসেবে ব্যবহৃত হয়। শরীরের প্রয়োজনীয় সব এমাইনো এসিড সজিনা পাতায় বিদ্যমান বলে বিজ্ঞানীরা একে পুষ্টির ডিনামাইট হিসেবে আখ্যায়িত করেছেন। সজিনা পাতা, ফুল ও সজিনা খাওয়া যায়। অ্যানিমিয়া জয়েন্ট পেইন, ব্লুাড পেশার, কিডনিতে পাথর, মায়ের দুধ বৃদ্ধি করা, ক্যান্সার, কোষ্টকাঠিন্য, ডায়াবেটিস, ডায়রিয়াম হার্ড পেইনসহ বিভিন্ন ওষধি গুণাগুণ রয়েছে বলে পুষ্টি বিশেজ্ঞরা মনে করেন। এখন থেকে ওই ইউনিয়নের প্রতিটি গ্রামের বাড়ির আঙিনায় সজিনার ডাল রোপনের কর্মসূচি নেওয়া হয়েছে।

/এআর/