হেফাজতের সঙ্গে কওমি মাদ্রাসার স্বীকৃতির কোনও মিল নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

Home Ministar in Sherpur Pic 1২২২

কওমি মাদ্রসার স্বীকৃতি অনেক আগেই দেওয়া হয়েছে উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেছেন, ‘হেফাজতের সঙ্গে কওমি মাদ্রাসার স্বীকৃতির কোনও মিল নেই।’ রবিবার দুপুরে শেরপুরের ঝিনাইগাতীতে নবনির্মিত থানা ভবন উদ্বোধন শেষে স্থানীয় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ বলেন।

মন্ত্রী বলেন, কওমি মাদ্রাসার স্বীকৃতির সঙ্গে জঙ্গিবাদের কোনও সম্পর্ক নেই। কওমি মাদ্রাসায় লাখ লাখ ছাত্র শিক্ষা নিচ্ছে। ভবিষ্যতে এইসব ছাত্ররা যাতে নিজের পায়ে দাঁড়াতে পারে এবং দ্বীনের কাজ করতে পারে সে জন্যই প্রধানমন্ত্রী তার দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়ন করেছেন।

এ সময় স্থানীয় এমপি প্রকৌশলী এ কে এম ফজলুল হক, বিভাগীয় কমিশনার জিএম সালেহ উদ্দিন, ডিআইজি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন, জেলা প্রশাসক ড. মল্লিক আনোয়ার  হোসেন,  জেলা পরিষদ চেয়ারম্যান হুমায়ুন কবীর রুমান ও শেরপুরের পুলিশ সুপার রফিকুল হাসান গণি উপস্থিত ছিলেন।

 এর আগে সকাল ১১টার দিকে ঝিনাইগাতী আসার আগে মন্ত্রী শেরপুর শহরের চকবাজারের জেলা আওয়ামী লীগের কার্যালয়ে স্থানীয় আওয়ামী লীগ নেতাদের সঙ্গে  মতবিনিময় করেন।

/জেবি/

আরও পড়তে পারেন: প্রাণিসম্পদ কেন্দ্র উদ্বোধন: মন্ত্রী ও আ.লীগ নেতাদের পাল্টাপাল্টি বক্তব্য