প্রশাসনের উদ্যোগে দখলমুক্ত হলো বেতনা নদী

Benapole Photo ----Batna River ---26.4২২২

উপজেলা প্রশাসনের উদ্যোগে এবং স্থানীয় এলাকাবাসীর অংশগ্রহণে শার্শা উপজেলার বেতনা নদীটি দখলমুক্ত করা হচ্ছে বলে জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুস সালাম। মঙ্গলবার থেকে এ অভিযান শুরু হয়েছে। মঙ্গলবার ও বুধবার এ দুইদিনে বহু অবৈধ স্থাপনা গুড়িয়ে দেওয়া হয়েছে।

১৯৯৬ সালে উপজেলা প্রশাসন মাছের পোনা ছেড়ে বেতনা নদীটি আনুষ্ঠানিকভাবে সবার জন্য উন্মুক্ত করে দেওয়া হয়। ৪০ কিলোমিটার দীর্ঘ এ নদীটি প্রথম বছর উন্মুক্ত থাকলেও পরে রাজনৈতিক ছত্রছায়ায় শতাধিক ব্যক্তি বাঁধ দিয়ে দখল করে নেয়। এসব দখলদাররা ৬৬টি স্থানে বাঁধ দিয়ে মাছ চাষ শুরু করে। দীর্ঘ ২০ বছর ধরে তারা মাছ চাষ করে আসছিল। যে কারণে প্রতি বর্ষা মৌসুমে শার্শা ও বেনাপোলের কয়েকটি গ্রাম প্লাবিত হয়। প্রতি বছর ভারত থেকে আসা ইছামতি নদীর পানি ও বর্ষার পানিতে এলাকার শত শত একর ফসলের জমি ও ঘরবাড়ি প্লাবিত হয়। এর ফলে কয়েক হাজার মানুষ ক্ষতিগ্রস্ত হয়।

দখলমুক্ত করার সময় কেউ বাধা দিলে তাদের আইনের আওতায় আনা হবে উল্লেখ করে শার্শা উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুস সালাম জানান, দীর্ঘদিন ধরে একটি প্রভাবশালী মহল বেতনা নদীটি দখল করে মাছ চাষ করে আসছিল। অবৈধ দখলমুক্ত করার জন্য অভিযান শুরু হয়েছে। নদীটি সম্পূর্ণ দখলমুক্ত হলে এলাকার মানুষ উপকৃত হবে এবং প্রধানমন্ত্রীর উদ্দেশ্য বাস্তবায়িত হবে।

অভিযানে অংশ নেওয়া এলাকার চাষিরা বলেন, শার্শা উপজেলা নির্বাহী কর্মকর্তা এলাকার সাধারণ মানুষকে নিয়ে অবৈধ দখলদারদের উচ্ছেদ অভিযান শুরু করেছেন। এর আগেও তিনি অবৈধ দখলদার মুক্ত করতে গিয়ে বাধাগ্রস্থ হয়ে ফিরে আসতে বাধ্য হয়েছিলেন। এলাকার সাধারণ মানুষ তার এ উদ্যোগকে স্বাগত জানিয়ে তার সাথে অংশ নিয়েছে।   

/জেবি/