একরাম হত্যা: বিচারকসহ ৫ জনের সাক্ষ্যগ্রহণ

Ekram-Murderফেনীর ফুলগাজী উপজেলা চেয়ারম্যান একরামুল হক হত্যা মামলায় জেলা জজশিপের এক বিচারক ও ফেনী মডেল থানার তৎকালীন ওসিসহ মোট ৫ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ করা হয়েছে। রবিবার (৩০ এপ্রিল) দুপুরে থেকে বিকাল পর্যন্ত জেলা ও দায়রা জজ আমিনুল হকের আদালতে তারা সাক্ষ্য দেন। আদালত আগামী ১৬ মে মামলার পরবর্তী তারিখ নির্ধারণ করেছেন।

ফেনী জজ কোর্টের পাবলিক প্রসিকিউটর (পিপি ) অ্যাড. হাফেজ আহমদ এই তথ্য নিশ্চিত করেন ।

তিনি বাংলা ট্রিবিউনকে বলেন , আদালতে একরাম হত্যা মাললায় ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারা জবানবন্দি গ্রহণকারী ফেনীর আদালতে সিনিয়র বিচারিক হাকিম জালাল উদ্দিন, ফেনী মডেল থানার তৎকালীন ওসি মাহবুব মোর্শেদ,এসআই জহিরুল হক, এএসআই মাহবুবুল আলম সরকার ও শহিদুল ইসলাম এর সাক্ষ্যগ্রহণ দেন ।

সময় স্বল্পতার কারণে অপর সিনিয়র বিচারিক হাকিম খাইরুল আমিনের সাক্ষ্যগ্রহণ পরবর্তী তারিখে হবে বলে আদালতের বিচারক জানিয়েছেন।

আদালতে সূএে জানায়, এই মামলায় ৫৯ জন সাক্ষীর মধ্যে এই নিয়ে ৪৭ জন সাক্ষী সাক্ষ্য দেন । এই মামলায় ৫৬ জন আসামির মধ্যে ফেনী কারাগার ও কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে থাকা ৩৪ জন আসামিকে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে রবিবার আদালতে হাজির করা হয়। এছাড়া জামিনে থাকা ১২ জন আসামি আদালতের কাঠগড়ায় উপস্থিত ছিলেন। মামলা অপর ১০ জন আসামি পলাতক রয়েছেন । সাক্ষ্যগ্রহণ শেষে আসামিদের কড়া নিরাপত্তা ব্যবস্থায় কারাগারে নিয়ে যাওয়া হয় ।

প্রসঙ্গত, ২০১৪ সালের ২০ মে ফেনী শহরের একাডেমি এলাকায় প্রকাশ্যে চেয়ারম্যান একরামুল হককে গতিরোধ করে কুপিয়ে, গুলি করে ও গাড়িসহ পুড়িয়ে হত্যা করে দুর্বৃত্তরা। এই ঘটনায় নিহতের একরামুল হকের ভাই রেজাউল হক জসিম বাদী হয়ে বিএনপি নেতা মাহতাব উদ্দিন চৌধুরী ওরফে মিনার চৌধুরীসহ অজ্ঞাত ৩০-৩৫ জনকে আসামি করে ফেনী সদর মডেল থানায় মামলা দায়ের করেন। এই ঘটনায় ৫৬ জনকে আসামি করে চার্জশিট দিয়েছে পুলিশ ।

/এআর/