বাল্যবিয়ে: কাজীর জেল, পালিয়েছে বর

Kaligonj,Jhenaidah Kazi Jal Pic-02.05.2017বাল্যবিয়ে পড়ানোর অপরাধে ঝিনাইদহের কালীগঞ্জে আসাদুল ইসলাম (৫৫) নামে এক কাজীকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় বর ও বরের বাবা পালিয়ে যায়।

মঙ্গলবার দুপুরে বগেরগাছী গ্রামে কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ছাদেকুর রহমান এ কারাদণ্ড দেন।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, মঙ্গলবার ভোরে বগেরগাছি মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্রী ও উপজেলার মান্দারবাড়ীয়া গ্রামের হযরত আলীর মেয়ে রিমির সঙ্গে একই গ্রামের সাকিবের বাল্যবিয়ে হয়। বিয়ে পড়ান কাজী আসাদুল ইসলাম। পরে গোপন সংবাদ পেয়ে ভ্রাম্যমাণ আদালত সেখানে গিয়ে কাজীকে এক মাসের জেল দেন। এ সময় পাত্র সাকিব ও তার বাবা পালিয়ে যায়।

ভ্রাম্যমাণ আদালতের সময় কালীগঞ্জ উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা খন্দকার শরিফা আক্তার, উপজেলা কৃষি কর্মকর্তা জাহিদুল করিম ও বারবাজার ক্যাম্পের এসআই  রঞ্জন কুমার উপস্থিত ছিলেন।

/বিএল/