মংলা পৌর মেয়রের বিরুদ্ধে তদন্তে নেমেছে স্থানীয় সরকার মন্ত্রণালয়

স্থানীয় সরকারবরখাস্তকৃত কর্মকর্তা ও কর্মচারীদের অভিযোগের ভিত্তিতে মংলা পোর্ট পৌরসভার মেয়র জুলফিকার আলীর বিরুদ্ধে তদন্তে নেমেছে স্থানীয় সরকার মন্ত্রণালয়।

বুধবার তদন্ত কর্মকর্তা স্থানীয় সরকার মন্ত্রণালয়ের খুলনা বিভাগের পরিচালক হোসেন আলী খন্দকার বাংলা ট্রিবিউনকে বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, মেয়রের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির একাধিক অভিযোগ পাওয়া গেছে। অভিযোগগুলো আমলে নিয়ে তদন্ত শুরু হয়েছে। তিনি বলেন, ক্ষমতার অপব্যবহার করে কর্মকর্তা-কর্মচারীদের চাকরিচ্যুত এবং অবৈধভাবে কর্মচারী নিয়োগসহ প্রশাসনিক কিছু কাজে দুর্নীতির অভিযোগের ভিত্তিতে মন্ত্রণালয়ের নির্দেশে এ তদন্ত করা হচ্ছে। তদন্তে অভিযোগ প্রমাণিত হলে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের আইনে মেয়র জুলফিকার আলীকে শাস্তি ভোগ করতে হবে বলেও জানান তিনি।

তদন্ত কর্মকর্তা জানান, যেকোনও সময় এ তদন্ত প্রতিবেদন খুলনা বিভাগীয় কার্যালয়ে জমা দেওয়া হবে।

এদিকে এ বিষয়ে মেয়র জুলফিকার আলী বাংলা ট্রিবিউনকে বলেন, ‘দুর্নীতির দায়ে মংলা পোর্ট পৌরসভার একাধিক কর্মকর্তা-কর্মচারীদের বরখাস্ত করা হয়েছে। তারাই মূলত একের পর এক সরকারি বিভিন্ন মহলে ভিত্তিহীন অভিযোগ দিয়েছে।’ এ ব্যাপারে তদন্তে সত্যতা পাওয়া যাবে বলেও আশা প্রকাশ করেন তিনি।

/বিএল/