মেহেরপুরে পুলিশের সঙ্গে 'বন্দুকযুদ্ধে' একজন নিহত

বন্দুকযুদ্ধমেহেরপুরের গাংনীতে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে এক ডাকাত নিহত হয়েছে বলে দাবি করা হয়েছে। পুলিশ জানায়, আজ বৃহস্পতিবার (১৮ মে) ভোররাতে কুষ্টিয়া-মেহেরপুর সড়কের চোখতোলার মাঠে বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। এসময় পুলিশের দুই সদস্য আহত হয়েছেন। পুলিশ ঘটনাস্থল থেকে বোমা, অস্ত্র, গুলি উদ্ধার করেছে।

নিহত ব্যক্তির নাম লালন (৩০), তার বাবার নাম জহিরুল ইসলাম। বাড়ি গাংনী উপজেলার জোড়াঘাট গ্রামে।

গাংনী থানার ওসি আনোয়ার হোসেন জানান, মেহেরপুর-কুষ্টিয়া সড়কের গাংনী উপজেলাধীন চোখতালা মাঠে একদল ডাকাত সড়কের ওপর গাছ ফেলে ডাকাতির প্রস্ততি নিচ্ছে এমন খবর পান তারা। পুলিশ ঘটনাস্থলে গেলে উপস্থিতি টের পেয়ে ডাকাতদল পুলিশকে লক্ষ্য করে গুলি করে। পুলিশও পাল্টা গুলি করে। এক সময় ডাকাতরা পালিয়ে গেলে ঘটনাস্থলে অজ্ঞাত এক ডাকাতকে গুলিবিদ্ধ অবস্থায় পাওয়া যায়। আহত অবস্থায় তাকে গাংনী হাসপাতালে নেওয়া হলে কতর্ব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।

বন্দুকযুদ্ধে গাংনী থানা পুলিশের এসআই বকতিয়ার হোসেন ও কনস্টেবল আব্দুল হক আহত হন। আহতরা গাংনী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। পুলিশ ঘটনাস্থল থেকে দুটি বোমা, একটি এলজি শার্টারগান, এক রাউন্ড বন্দুকের গুলি, দুটি দেশীয় অস্ত্র ও ২১ হাত দড়ি উদ্ধার করার কথা জানিয়েছে।

/এফএস/

আরও পড়ুন- 

‘আয়নাবাজি’ করে জেল খেটেছিলেন ভুট্টো
বাবা-মেয়ের আত্মহত্যার জন্য নষ্ট রাজনীতি দায়ী: সৈয়দ আবুল মকসুদ