খুলনায় কথিত বন্দুকযুদ্ধে ‘সন্ত্রাসী' নিহত

বন্দুকযুদ্ধখুলনা মহানগরীর টুটপাড়া এলাকায় বন্দুকযুদ্ধে মোস্ট ওয়ান্টেড সন্ত্রাসী মুন্সী রাজু (২৮) নিহত হয়েছে বলে দাবি করেছে পুলিশ। রাজু হত্যা, ধর্ষণসহ ৫টি মামলার পলাতক আসামি। বন্দুকযুদ্ধের সময় পুলিশের পাঁচ কর্মকর্তা আহত হয়েছে বলেও জানানো হয়েছে। শনিবার (২০ মে) ভোর রাতে এই ঘটনা ঘটে।

খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, গোপন সংবাদ ছিল সন্ত্রাসী রাজু তার দলবল নিয়ে টুটপাড়া খ্রিস্টানপাড়া সংলগ্ন বালুর মাঠ এলাকায় অবস্থান করে ডাকাতির প্রস্তুতি নিচ্ছে। এরপর পুলিশের একাধিক টিম শনিবার ভোর সাড়ে ৩টার দিকে ওই এলাকায় অভিযানে যায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে সন্ত্রাসীরা গুলি ছুড়তে শুরু করে। পুলিশও পাল্টা গুলি ছোড়ে। পরে সন্ত্রাসীরা পালিয়ে যায়। পুলিশ ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ অবস্থায় সন্ত্রাসী রাজুকে গ্রেফতার করে। তাকে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক ভোর সোয়া ৪টার দিকে রাজুকে মৃত ঘোষণা করেন। রাজুর লাশ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

ঘটনাস্থল থেকে ১টি বিদেশি পিস্তল, ৩ রাউন্ড গুলি, ১টি চাইনিজ কুড়াল ও ১টি রাম দা জব্দ করা হয়েছে বলেও পুলিশ জানিয়েছে।

ওসি আরও জানান, ঘটনার সময় পুলিশ পাঁচ রাউন্ড গুলি ছোড়ে। গুলিবিনিময়কালে তিনিসহ পাঁচ কর্মকর্তা আহত হয়েছেন। আহত অন্যরা হলেন- এসআই মিহির ও সুজিত এবং এএসআই সরোয়ার ও কমল। আহতদের হাসপাতাল থেকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। তিনি বলেন, সন্ত্রাসী রাজুর নামে থানায় হত্যা ও ধর্ষণসহ ৫টি মামলা রয়েছে। সে ছিল পুলিশের তালিকায় মোস্ট ওয়ান্টেট সন্ত্রাসী।

/এফএস/

আরও পড়ুন-

'নাশকতার সরঞ্জাম' খুঁজতে খালেদার কার্যালয়ে পুলিশ

ধর্ষণে সহযোগিতার প্রমাণ পেলে রেইনট্রি কর্তৃপক্ষের বিরুদ্ধেও ব্যবস্থা