ঘূর্ণিঝড় ‘মোরা’ মোকাবিলায় প্রস্তুত খুলনা

বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় ‘মোরা’ মোকাবিলায় খুলনায় ২৫০টি সাইক্লোন শেল্টার প্রস্তুত রাখা হয়েছে। ৯ উপজেলাবাসীদের সতর্ক করাসহ নিরাপদ আশ্রয়ে যেতে মাইকিং করা হচ্ছে। সোমবার খুলনা জেলা প্রশাসনের জরুরি প্রস্তুতি সভাও অনুষ্ঠিত হয়েছে।

উপকূলের দিকে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘মোরা’ (ছবি- ফোকাস বাংলা)খুলনা জেলা প্রশাসক মো. আমিন উল আহসান বলেন, ‘৯ উপজেলার ২৫০টি সাইক্লোন শেল্টার প্রস্তুত রাখা হয়েছে। উপকূলীয় উপজেলা কয়রা, পাইকগাছা, দাকোপে শুকনো খাবার প্রস্তুত রাখা হয়েছে। প্রত্যেকটি উপজেলার নির্বাহী কর্মকর্তাকে জরুরি সভা করে প্রস্তুতি সম্পন্ন করতে নির্দেশ দেওয়া হয়েছে। স্বেচ্ছাসেবী সংগঠনগুলোকে মাঠ পর্যায়ে কাজ করার নির্দেশ দেওয়া হয়েছে।’

মংলা বন্দর কর্তৃপক্ষের হারবার মাস্টার কমান্ডার ওলিউল্লাহ বলেন, ‘চার নম্বর সংকেত জারির পরই বন্দরে মিটিং হয়েছিলো। বন্দর থেকে কোনও জাহাজ ছাড়ছে না। মংলা বন্দরে অবস্থানরত জাহাজে পণ্য ওঠা-নামার কাজ বন্ধ রয়েছে। বন্দরের সব কর্মকর্তা-কর্মচারীকে সতর্ক ও বন্দর কর্তৃপক্ষের উদ্ধার যানগুলো প্রস্তুত রাখা হয়েছে।’

/এমও/