চুয়াডাঙ্গায় বিজিবি-বিএসএফ ব্যাটালিয়ন পর্যায়ে পতাকা বৈঠক

 

চুয়াডাঙ্গার দামুড়হুদায় বিজিবি-বিএসএফের পতাকা বৈঠক আগে ( ছবি- চুয়াডাঙ্গা প্রতিনিধি) অনুষ্ঠিত হয়েছে। রবিবার বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত এ বৈঠক চলে।

বৈঠকে বিজিবির পক্ষে উপস্থিত ছিলেন, চুয়াডাঙ্গা-৬ ব্যাটালিয়নের অধিনায়ক রাশিদুল আলম,  ৫৮ বর্ডার গার্ড ব্যাটালিয়নের পরিচালক জিল্লুর রহমান, পিএসসি ও ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের সহকারী পরিচালক মো. শাহজাহান আলী এবং বিএসএফ এর পক্ষে উপস্থিত ছিলেন,১১৩ ব্যাটালিয়নের কমান্ডেন্ট শ্রী মাহিন্দ্র সিং, ১১৩ বিএসএফ ব্যাটালিয়নের স্টাফ অফিসার শ্রী ভিপিএস ইয়াদব, শ্রী সরওয়ান দাস ও শ্রী জাসবীর সিংহ।

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলায় বিজিবি-বিএসএফের পতাকা বৈঠক

চুয়াডাঙ্গা-৬ ব্যটালিয়নের অধিনায়ক লে. কর্নেল রাশিদুল আলম বলেন, ‘সীমান্ত থেকে মানুষ ধরে নিয়ে যাওয়া এবং নির্যাতনের বিষয়টি বৈঠকে উত্থাপন করা হলে বিএসএফ এর কমান্ডেন্ট বিজিবিকে আশ্বস্ত করেন যে, এ ব্যাপারে কার্যকর পদক্ষেপ নেওয়া হবে।’

তিনি আরও বলেন, সীমান্তে মানুষ হত্যা, নারী ও শিশু পাচার, মাদক চোরাচালানি প্রতিরোধ নিয়ে ব্যাপক আলোচনা হয়।বর্তমানে দু’দেশের সীমান্ত রক্ষীদের মধ্যে সম্পর্ক অনেক ভালো। ভবিষ্যতে আরও ভালো হবে।

/জেবি/

আরও পড়তে পারেন: ফখরুলের ওপর হামলা: রাঙামাটিতে বিএনপি’র সংবাদ সম্মেলন ও বিক্ষোভ