কুষ্টিয়ায় আ.লীগের দু’গ্রুপের সংঘর্ষে নিহত ১






কুষ্টিয়াকুষ্টিয়ার মিরপুরে আওয়ামী লীগের দু’গ্রুপের সংষর্ঘে গুলিবিদ্ধ একজনের মৃত্যু হয়েছে। সংঘর্ষে আহত হয়েছেন অন্তত ছয়জন। রবিবার (১৮ জুন) বেলা সাড়ে ৩টার দিকে আমলা ইউপির আমলা বাজারে এ সংঘর্ষের ঘটনা ঘটে। 

নিহত সাহাবুদিন আহমেদ শাহীন (২৫) আমলা ইউনিয়ন চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম মালিথার সমর্থক ছিলেন। আহতদের মধ্যে আতিয়ার রহমান, শাহার আলী, সাইদুল ইসলামকে কুষ্টিয়া সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম জানান, আজ দুপুরে আমলা ইউনিয়ন চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক আনোয়ারুল ইসলাম মালিথার সমর্থকরা স্থানীয় যুবলীগ অফিসে ভাঙচুর চালায়। এ সময় তারা দুটি মোটরসাইকেল ভাঙচুর করে। এ ঘটনার জেরে উপজেলা চেয়ারম্যান কামারুল আরেফিন গ্রুপের লোকজনের সঙ্গে আমলা ইউপি চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম মালিথার সমর্থকদের সংঘর্ষ বাধে। সংঘর্ষে গোলাগুলির ঘটনা ঘটলে অন্তত ৭ জন আহত হয়। আহতদের উদ্ধার করে কুষ্টিয়া হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় গুলিবিদ্ধ শাহীন মারা যান। তিনি আমলা ইউনিয়ন চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম মালিথার সমর্থক ছিলেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে মিরপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে ৬ রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে। এছাড়া ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

/বিএল/