বেনাপোল সীমান্ত থেকে ১০ লাখ টাকার আতশবাজি উদ্ধার

বেনাপোল থেকে উদ্ধার ৯ হাজার পিস ভারতীয় শাড়ি ( ছবি- বেনাপোল প্রতিনিধি)

বেনাপোল বন্দর থানার ভবারবেড় রেলস্টেশন এলাকা থেকে ৯ হাজার পিস ভারতীয় আতশবাজি উদ্ধার করেছে বিজিবি। এ সময় কোনও পাচারকারীকে আটক করতে পারেনি বিজিবি।

মঙ্গলবার (২০ জুন) দুপুর ১টার সময় ভবারবেড় রেলস্টেশন এলাকায় অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় আতশবাজিগুলি উদ্ধার করা হয়। বেনাপোল আইসিপি ক্যাম্প কমান্ডার নায়েব সুবেদার আবুল কাশেম আতশবাজি উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন। 

বেনাপোল আইসিপি ক্যাম্প কমান্ডার নায়েব সুবেদার আবুল কাসেম জানান, তারা সংবাদ পান চোরাচালানীরা বিপুল পরিমাণ ভারতীয় আতশবাজি চোরাই পথে এনে যশোরে নেওয়ার জন্য বেনাপোল ভবারবেড় রেলস্টেশন এলাকায় অপেক্ষা করছে। এমন সংবাদের ভিত্তিতে বিজিবির ল্যান্স-নায়েক আব্দুর রহমান,সিপাহী নজরুল ইসলাম ফোর্স নিয়ে সেখানে অভিযান চালিয়ে ৯ কার্টুন ভর্তি ৯ হাজার পিস ভারতীয় আতশবাজি পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করেন। যার সিজার মূল্য প্রায় ১০ লাখ টাকা। আটক আতশবাজি বেনাপোল কাস্টমসের আটক শাখায় জমা দেওয়া হবে বলে জানান সুবেদার কাশেম।

/জেবি/

আরও পড়তে পারেন: তিস্তায় ধরা পড়লো ২২ কেজি ওজনের বোয়াল