বেনাপোলে ভারতীয় মুদ্রা পাচারকারী আটক

বেনাপোল কাস্টম হাউস

বেনাপোল সীমান্তে দিয়ে বাংলাদেশে আসার পথে কলিম (৩২) নামে এক মুদ্রাপাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি’র সদস্যরা।  বিষয়টি নিশ্চিত করেছেন বেনাপোল আইসিপি ক্যাম্প কমান্ডার নায়েব সুবেদার মনির হোসেন।

মঙ্গলবার (১৮ জুলাই) সকাল ৮টার দিকে তিনি বেনাপোল সীমান্ত দিয়ে বাংলাদেশে ঢুকেন। সে উত্তররের ২৪ পরগনা জেলার বেলঘড়িয়া থানার, ৬২ মেকেনজি রোড, কামার হাটি এলাকার মৃত মুসলিম শেখের ছেলে।

বিজিবি জানায়, ভারতীয় পাসপোর্টধারী ওই যাত্রী বোনাপোল চেকপোস্ট দিয়ে বের হয়ে য়াওয়ার সময় তার ব্যাগে তল্লাশি চালিয়ে ৮টি বেনারসি শাড়ি পাওয়া যায়। পরে আইসিপি ক্যাম্প নিয়ে তার শরীরে তল্লাশি চালিয়ে ৫৭ হাজার ৫০০ সৌদি রিয়াল, ৮০০ রূপি ও ৪ হাজার ৬০০ বাংলাদেশি মুদ্রা উদ্ধার করা হয়।

 বেনাপোল আইসিপি ক্যাম্প কমান্ডার নায়েব সুবেদার মনির হোসেন জানান, উদ্ধারকৃত সৌদি রিয়াল, ভারতীয় রূপি ও বাংলাদেশি টাকাসহ আটক ব্যক্তিকে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হবে।

/জেবি/

আরও পড়তে পারেন : ব্রাহ্মণবাড়িয়ায় অনির্দিষ্টকালের জন্য পরিবহন ধর্মঘট চলছে