চুয়াডাঙ্গায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই জনের মৃত্যু

বিদ্যুৎস্পৃষ্ট

চুয়াডাঙ্গা সদর উপজেলার সিঅ্যান্ডবি পাড়া ও আলমডাঙ্গা উপজেলার কেশবপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে  এক পরুষ ও নারীর মৃত্যু হয়েছে। গত রবিবার রাতে এ ঘটনা ঘটে। নিহত দুই জনের নাম আনারুল ইসলাম (২৭) ও কাবাতুন নেছা (৬৮)। নিহত আনারুল ইসলাম সদর উপজেলার সুবদিয়া কলোনী পাড়ার শফি উদ্দীনের ছেলে ও কাবাতুন নেছা কেশবপুর গ্রামের জাকের আলীর স্ত্রী।

নিহতদের পারিবারিক সূত্রে জানা যায়, রবিবার বিকালে আনারুল ইসলাম সিঅ্যান্ডবি জামে মসজিদের কাছে ট্রাকে করে বালি নিয়ে যায়। সেখানে বালি নামানোর পর ট্রাকে উঠতে গিয়ে পাশে থাকা বৈদ্যুতিক তারে স্পৃষ্ট হয়ে তিনি গুরুতর আহত হয়। তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ৮টার দিকে তার মৃত্যু হয়।

এরপর, রাত ৯টার দিকে আলমডাঙ্গা কেশবপুর গ্রামের কাবাতুন নেছা রাইস কুকারে ভাত রান্না করছিলেন। এসময় রাইস কুকার বিদ্যুতায়ন হয়ে গেলে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ছিটকে পড়ে ঘটনাস্থলেই মারা যান।

চুয়াডাঙ্গা সদর ও  আলমডাঙ্গা থানার ওসিদের সঙ্গে যোগাযোগ করা হলে তারা জানান, বিদ্যুৎস্পষ্ট হয়ে দুই জনের মৃত্যুর কথা তারা শুনেছেন।

/জেবি/

আরও পড়তে পারেন: সাতক্ষীরায় বেড়িবাঁধ ভেঙে তিনটি গ্রামসহ দেড় হাজার বিঘা মৎস্য ঘের প্লাবিত