সুন্দরবনে জলদস্যুর হাতে অপহৃত সাত জেলে উদ্ধার

সুন্দরবন থেকে উদ্ধার সাত জেলে

সুন্দরবনের শ্যালা নদী থেকে জলদস্যু সুমন বাহিনীর হাতে অপহৃত সাত জেলেকে উদ্ধার করেছে কোস্টগার্ড। বুধবার দুপুরে তাদের উদ্ধার করে কোস্টগার্ডের পশ্চিমজোনে (মংলা সদর দপ্তর ) নিয়ে আসা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন কোস্টগার্ডের অপারেশন কর্মকর্তা লে. কমান্ডার ফরিদুজ্জামান খাঁন।

উদ্ধারকৃত জেলেরা হলেন, আনোয়ার হোসেন মাতুব্বর (৪০), শাজাহান মুন্সি (৪০), মাসুদ মোল্লা (২৪), রহিম মুন্সি (২৬), জিয়ারুল মোল্লা (২৬), শিমুল তালুকদার (২৭) এবং তরিকুল ইসলাম ফরাজি (১৮)। তাদের বাড়ি বাগেরহাট জেলার শরনখোলা উপজেলার সোনাতলা গ্রামে। ৭ আগস্ট সোমবার তারা সুন্দরবনের শরণখোলা রেঞ্জের সুপতি এলাকা থেকে অপহৃত হয়।

কোস্টগার্ডের অপারেশন কর্মকর্তা লে. কমান্ডার ফরিদুজ্জামান খাঁন বাংলা ট্রিবিউনকে জানান, বুধবার ৯ আগস্ট নিয়মিত টহলরত অবস্থায় সুন্দরবনের শ্যালা নদী  ট্রলারে থাকাবস্থায় অপহৃত এসব জেলেকে উদ্ধার করা হয়।

উদ্ধার হওয়া জেলেদের বরাত দিয়ে তিনি বলেন, ‘দু’দিন আগে তাদের জলদস্যু সুমন বাহিনীর সদস্যরা অপহরণ করে। অপহৃত জেলেদের উদ্ধার করে বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়েছে। জলদস্যু সুমন বাহিনীকে ধরতে সুন্দরবনে অভিযান চালানো হচ্ছে।

/জেবি/

আরও পড়তে পারেন: নীলফামারীতে আওয়ামী লীগ ও বিএনপি’র বিরুদ্ধে বাম মোর্চার বিক্ষোভ সমাবেশ