ঝিনাইদহে ঐতিহ্যবাহী ঝাপান খেলা অনুষ্ঠিত

ঝিনাইদহে ঐতিহ্যবাহী ঝাপান খেলায় অংশ নেওয়া সাপুড়েরাপ্রতি বছরের মতো এবারও ঝিনাইদহ সদর উপজেলার সাগান্না ইউনিয়নের সাহেবনগর গ্রামে ঐতিহ্যবাহী ঝাপান খেলা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৭ আগস্ট) দিনব্যাপী আয়োজিত এই ঝাপান খেলা দেখতে জড়ো হয়েছিল হাজারও মানুষ।

বাদ্যের তালে, দুলে দুলে ঝুড়ি থেকে বের হয়ে আসে গোখরাসহ বিভিন্ন বিষধর সাপ। মনিবের ইশারা ইঙ্গিত তাকে ঠিক বুঝিয়ে দিয়েছে, শুধু মানুষকে আনন্দ দেওয়ার খেলা নয় বরং আজ মর্যাদার লড়াই।

৮টি সাপুড়ে দলের শতাধিক সাপের মধ্যে নিজেকে সেরা প্রমাণ করতে প্রতিটি সাপ প্রদর্শন করে নিজেদের আকর্ষণীয় কসরত। আর এই দুর্লভ দৃশ্য দেখতে দূরদূরান্ত থেকে ছুটে আসে দর্শনার্থীরা। ঝিনাইদহ, মাগুরাসহ বিভিন্ন এলাকার বৃদ্ধ-বৃদ্ধা, নারী-পুরুষ শিশু সবাই উপস্থিত থেকে উপভোগ করেন এই খেলা। আর খেলাকে ঘিরে এখানে সৃষ্টি হয় উৎসবের আমেজ। বসে ছোট আকারের মেলা। কালের বিবর্তনে হারিয়ে যেতে বসা গ্রামবাংলার ঐতিহ্যবাহী এই খেলা প্রতি বছরই আয়োজন করার দাবি দর্শকদের।ঝিনাইদহে ঐতিহ্যবাহী ঝাপান খেলায় অংশ নেওয়া সাপুড়েরা

খেলায় অংশ নেওয়া যশোরের সাপুড়ে সাত্তার জানান, ছোট বেলা থেকে এই ঝাপান খেলা করে আসছেন তিনি। মানুষকে আনন্দ দেওয়াই তার মূল উদ্দেশ্য। খেলা দেখিয়ে যে টাকা পাওয়া যায় তা দিয়ে তার জীবন চলে না। তিনি দেশের বিভিন্ন স্থানে ঝাপান খেলায় অংশ নেন বলে জানান।

এ ব্যাপারে আয়োজক কমিটির সভাপতি শ্রী প্রেম কুমার বিশ্বাস জানান, প্রতি বছর গ্রাম বাংলার হারানো এই ঐতিহ্য বর্তমান প্রজন্মের সামনে তুলে ধরতে এই খেলার আয়োজন করা হয়।

/এআর/