সড়কে গাছ ফেলে গণডাকাতি, আহত ১

চুয়াডাঙ্গাচুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার দর্শনা-মুজিবনগর মহাসড়কের গোপালখালি ব্রিজের কাছে সড়কে গাছ ফেলে পরিবহনে গণডাকাতি হয়েছে। ডাকাতরা টাকা, সোনার গহনা ও মোবাইল সেটসহ প্রায় তিন লাখ টাকার মালামাল লুট করে নিয়ে গেছে। এ সময় বাসের সুপারভাইজার নুরুজ্জামানকে (৪৫) কুপিয়ে আহত করে ডাকাতরা। ঈদুল আজহাকে সামনে রেখে শনিবার (১৯ আগস্ট) রাত দেড়টার দিকে এ ঘটনা ঘটে।

জানা যায়, শনিবার সন্ধ্যায় ঢাকা থেকে ছেড়ে আসা দর্শনা-কার্পাডাঙ্গাগামী পূর্বাশা পরিবহন (ঢাকা মেট্রো ব-১৪-৭২৫৬) দর্শনার গোপালখালি ব্রিজের কাছে পৌঁছায়। এ সময় ২০-২৫ জনের একটি ডাকাত দল রাস্তার পাশের গাছ কেটে সড়কে ফেলে গাড়ির গতিরোধ করে। এরপর যাত্রীদের অস্ত্রের মুখে জিম্মি করে নগদ টাকা, সোনার গহনা ও মোবাইলসেটসহ প্রায় তিন লাখ টাকার মালামাল লুট করে। এ সময় সুপারভাইজার নুরুজ্জামান বাধা দেওয়ার চেষ্টা করলে তাকে কুপিয়ে আহত করে। এরপর ডাকাত দল ট্রাকে ও নছিমনে একই কায়দায় ডাকাতি করে। এ সময় দুই রাউন্ড গুলি বর্ষণের ঘটনা ঘটে।

আজ রবিবার দুপুর দেড়টার দিকে চুয়াডাঙ্গা পুলিশ সুপার নিজাম উদ্দীন, অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল মোমেন, সহকারী পুলিশ সুপার কলিমুল্লাহ ও দামুড়হুদা থানার ওসি আবু জিহাদ ঘটনাস্থল পরিদর্শন করেন।

দর্শনা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ (ওসি) শোনিত কুমার গাইন জানান, দর্শনা থেকে পূর্বাশা পরিবহনের পিছু পিছু পুলিশের টহলদল যাচ্ছিল। পথিমধ্যে গোপালখালি এলাকায় সড়কে গাছ ফেলা দেখে বাসটি থেমে যায়। এরপর ডাকাতির ঘটনা ঘটে। পুলিশের টহল দল দুই রাউন্ড গুলি বর্ষণ করলে ডাকাতদল পালিয়ে যায়। তাদের ধরতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

/বিএল/

আরও পড়ুন:

ঢাকার সঙ্গে উত্তর ও দক্ষিণাঞ্চলের রেল যোগযোগ বন্ধ