সাতক্ষীরায় তালের বীজ রোপণ কর্মসূচি উদ্বোধন

৮৮৮০০

সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় বজ্রপাত নিরোধক এক লাখ তালের বীজ রোপণের কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। শুক্রবার বেলা ১১টার দিকে উপজেলা প্রশাসনের উদ্যোগে বুড়িগোয়ালিনী ইউনিয়ন পরিষদের আয়োজনে এই কর্মসূচির উদ্বোধন করা হয়। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম।

এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মন্ত্রিপরিষদ বিভাগের (সমন্বয় ও সংস্কার) সচিব এন এম জিয়াউল আলম, খুলনা বিভাগীয় কমিশনার লোকমান হোসেন মিয়া, খুলনা জেলা প্রশাসক আমিনুল আহসান, সাতক্ষীর জেলা প্রশাসক আবুল কাশেম মো. মহিউদ্দীন, যশোর জেলা প্রশাসক আশরাফ উদ্দিন,  শ্যামনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. কামরুজ্জামান প্রমুখ। পরে স্থানীয় সংসদ সদস্য জগলুল হায়দার এসে অনুষ্ঠানে অংশ নেন।

পরে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম অন্যান্য অতিথিদের সঙ্গে নিয়ে সাতক্ষীরা জেলা প্রশাসনের তত্ত্বাবধানে ও শ্যামনগর উপজেলা প্রশাসনের ব্যবস্থাপনায় পরিচালিত আকাশলীনা ইকো-ট্যুরিজম সেন্টার ও সুন্দরবনের কলাগাছিয়া ইকো-ট্যুরিজম সেন্টার পরিদর্শন করেন।

আরও পড়তে পারেন : নওগাঁয় বাস-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ, নিহত ২