ছিনতাই মামলায় চোখ উপড়ে ফেলা শাহজালালের স্থায়ী জামিন

 

সপরিবারে আদালতের বারান্দায় বসে আছে চোখ হারানো শাহজালাল

খুলনার খালিশপুর থানার পুলিশের হাতে দুই চোখ হারানো শাহজালাল ছিনতাই মামলায় স্থায়ী জামিন পেয়েছেন। সোমবার দুপুরে খুলনার মহানগর দায়রা জজ আদালতের বিচারক অরুপ কুমার গোস্বামী ছিনতাই মামলার শুনানি শেষে এ আদেশ দেন।

আসামি পক্ষের আইনজীবী অ্যাডভোকেট মোমিনুল ইসলাম বলেন, ছিনতাই মামলার শুনানির দিন ধার্য্য থাকায় সোমবার সপরিবারে শাহজালাল মহানগর দায়রা জজ আদালতে উপস্থিত ছিলেন। তাকে সকালেই আদালত চত্বরে এসে অবস্থান নিতে দেখা যায়। নিরাপত্তাহীনতার কারণে অনেক সকালেই শাহজালাল আদালত চলে আসে। এ সময় তার মা রেনু বেগম, স্ত্রী রাহেলা বেগমসহ পরিবারের সদস্যরাও উপস্থিত ছিলেন। দুপুরে আদালতে ছিনতাই মামলার শুনানি হয়। শুনানি শেষে বিচারক শাহজালালের স্থায়ী জামিন আবেদন মঞ্জুর করেন।

উল্লেখ্য, গত ১৮ জুলাই মো. শাহজালাল ছিনতাইয়ের সময় গণধোলাইয়ের শিকার হওয়ার পর তাকে গ্রেফতার দেখিয়ে পুলিশ খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করে। এসময় তার দুই চোখ আঘাত প্রাপ্ত ছিল। শাহাজালালের দাবি পুলিশ তাকে হঠাৎ করেই আটক করে থানায় নিয়ে মারধর করে। এরপর রাতেই বিশ্ব রোড এলাকায় নিয়ে চোখ উপরে ফেলে। এ অভিযোগে গত ৭ সেপ্টেম্বর শাহজালালের মা রেনু বেগম বাদী হয়ে খালিশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাসিম খানসহ প্রশাসনের ১৩ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগ করেন। আদালত অভিযোগটি আমলে নিয়ে মামলা হিসেবে নথিভুক্ত করে। পরে তদন্তের জন্য পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে নির্দেশ দেয়। আগামী ১৮ অক্টোবর এ মামলার শুনানির দিন ধার্য করা হয়েছে।

আরও পড়তে পারেন: সুন্দরবনে আবারও বেড়েছে দস্যুদের তৎপরতা